কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

টিম পজিটিভ বাংলাদেশের সহায়তায় কৃত্রিম হাত পেলেন ছাত্রলীগ নেতা মিথুন

টিম পজিটিভ বাংলাদেশ ও রোবলাইফের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা মিথুনকে কৃত্রিম হাত উপহার দেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। সৌজন্য ছবি
টিম পজিটিভ বাংলাদেশ ও রোবলাইফের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা মিথুনকে কৃত্রিম হাত উপহার দেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। সৌজন্য ছবি

প্রায় ৯ বছর আগে বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর দগ্ধ হন নীলফামারীর জলঢাকা উপজেলার ২নং ডাউয়াবাড়ি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মিথুন ইসলাম। সে সময়ে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, মিথুনকে বাঁচাতে পারার আশাই ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা।

তবে হাল ছাড়েনি তার পরিবার। দীর্ঘকাল ছেলের চিকিৎসা চালিয়ে গেছেন মিথুনের বাবা। একপর্যায়ে জীবন বেঁচে গেলেও ডান হাত কবজির উপর থেকে কেটে ফেলতে হয়; পুরোপুরি অকেজো হয়ে যায় অপর হাতের আঙুলগুলো। এতে কার্যত বাম হাতটিও অচল হয়ে যায়।

তবে এভাবে বছরের পর বছর ধরে ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে আর্থিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ে মিথুনের পরিবার। ছেলের চিকিৎসা চালিয়ে নিতেও হিমশিম খাচ্ছিলেন তার বাবা। তাই পরিবার ও ছাত্রলীগের কমিটির অন্যান্যরা মিথুনের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ শুরু করেন। বহুকষ্টে তারা ৫০ হাজার টাকা জোগাড়ও করেন, তবে চিকিৎসার জন্য ব্যয় করতে হয়নি সেই টাকা।

এই সবকিছুর মধ্যেই মিথুন যোগাযোগ করেন রাজনৈতিক সিনিয়র বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) এর সঙ্গে। তবে সবকিছু জানার পর ভীষণ খারাপ লাগলেও যেন কিছুটা আশ্বস্ত হন গোলাম রাব্বানী। কেননা কৃত্রিম হাত তৈরি ও প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠান রোবোলাইফ টেকনোলজি’র কর্ণধার তারই ঘনিষ্ঠ ছোট ভাই এবং টিম পজিটিভ বাংলাদেশের সদস্য সজয় বড়ুয়া লাবলু।

তবে বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় টিম পজিটিভি বাংলাদেশের অফিস ঢাকার এলিফ্যান্ট রোডে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। সজয় বড়ুয়া লাবলু ও গোলাম রাব্বানী দুজনে মিলে মিথুনের কেটে ফেলা হাতে একটি রোবটিক হাত লাগিয়ে দেন। একইসঙ্গে মিথুনের হাতে খাবার তুলে দেন লাবলু এবং কৃত্রিম হাতের সাহায্যে সেটি খান মিথুন। এ সময় সেখানে উপস্থিত অন্যান্যরা হাততালি দিয়ে মুহূর্তটিকে আরও আনন্দঘন করে তোলেন।

গোলাম রাব্বানী বলেন, আমরা তাকে যে হাতটি দিতে পেরেছি, সেটা বিদেশ থেকে কিনে আনতে গেলে তার দাম হতো পাঁচ থেকে সাত লাখ টাকা। তবে মিথুনের পরিবারের পক্ষে এই সময়ে এত টাকা খরচ করার মতো সামর্থ্য ছিল না। এরইমধ্যে আমাদের শরণাপন্ন হয় তারা।

তিনি বলেন, আমার খুব ভালো লেগেছে, আমার ছাত্রলীগের একজন ভাইয়ের পাশে আমরা দাঁড়াতে পেরেছি।

কৃত্রিম হাতটির নির্মাতা লাবলু বলেন, রোবটিক হাতটিকে কীভাবে পরিচালনা করতে হবে সেটি মিথুন ভাইকে মোটামুটি শিখিয়ে দিয়েছি। প্রথম প্রথম কিছুটা অসুবিধা লাগলেও কয়েকদিনের মধ্যেই তিনি এই হাতে অভ্যস্ত হয়ে পড়বেন।

উপহার হিসেবে একটি কৃত্রিম হাত পেয়ে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মিথুন। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আমি আজ ভীষণ খুশি, আমি নিজ হাতে খেতে পারছি।

এছাড়া পরবর্তীতে মিথুনের জীবিকার প্রয়োজনে একটি দোকান করার জন্য টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা মিথুনের হাতে তুলে দেন গোলাম রাব্বানী। পাশাপাশি নীলফামারী গিয়ে মিথুনের দোকান উদ্বোধনের ঘোষণাও দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১০

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১১

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১২

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৩

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৪

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

১৫

যুবদল নেতাকে বহিষ্কার

১৬

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

১৭

এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

১৮

তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান

১৯

চট্টগ্রামে পিতার আসন পুনরুদ্ধারে মাঠে চার মন্ত্রীপুত্র

২০
X