দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। আজ রোববার সকালে মতিঝিল-দিলকুশায় যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহতথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব মণ্ডল, সহক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহক্ষুদ্র ও কুঠিরশিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কেএসএম মুসাব্বির শাফি, সদস্য মিজানুর রহমান সুমন, মোরশেদ আলম, হেদায়েত হোসেন ভূইয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভ এবং যুবদল নেতা ফখরুল বিন খালেক, মহিন উদ্দিন বেগ সুজন, কাজী মঞ্জুর রহমান, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল প্রমুখ।
মন্তব্য করুন