রাজধানীর সেগুনবাগিচায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ৪০ বছর বয়সী ওই নারীকে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে।
হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর স্বজনরা জানান, ওই নারী পুরান ঢাকায় থাকেন। দুই মাস আগে তিনি স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা করতে হাইকোর্ট মাজারে গিয়েছিলেন। সেখানে তার কান্নাকাটি দেখে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি কারণ জানতে চায়। সখ্য গড়তে বিভিন্ন কথা বলে। তখন তিনি তার পরিবারের অসচ্ছলতা ও স্বামীর অসুস্থতার কথা জানালে ওই ব্যক্তি তাকে চাকরির প্রস্তাব দেয়। তার ফোন নম্বর নেয় এবং পরে তাকে ফোন দেবে বলে জানায়।
তারা জানান, চাকরি দেওয়ার কথা বলে ওই ব্যক্তি গতকাল মঙ্গলবার দুপুরে ফোনে তাকে সেগুনবাগিচার জি কে টাওয়ারের চতুর্থ তলায় ডাকে। ওই নারী সেখানে গেলে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যারও হুমকি দেয়। পরে ওই নারী বিষয়টি স্বজনদের জানালে তারা শিল্পকলা একাডেমির পাশের রাস্তা থেকে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে রমনা থানার এসআই আরিফ রাব্বানী জানান, চিকিৎসার জন্য ওই নারীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন