রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের পাশে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, ক্যান্টনমেন্ট থেকে একটু দূরে রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মন্তব্য করুন