কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে দিনে বেশি শব্দদূষণ বাংলামোটরে, রাতে লালবাগে

রাজধানীতে দিন দিন বাড়ছে শব্দদূষণ। ছবি : সংগৃহীত
রাজধানীতে দিন দিন বাড়ছে শব্দদূষণ। ছবি : সংগৃহীত

রাজধানীতে দিনে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় বাংলামোটরে এবং রাতে সবচেয়ে বেশি হয় লালবাগে। বাংলামোটর এলাকায় দিনে (সকাল ৬টা থেকে রাত ৯টা) সবচেয়ে বেশি শব্দ থাকে। এই সময়ে এই এলাকায় শব্দের মাত্রা থাকে ১০৩ দশমিক ৮ ডেসিবেল। অন্যদিকে রাত্রে (রাত ৯টা থেকে সকাল ৬ টা) শব্দের মাত্রা সবচেয়ে বেশি লালবাগে, যার মাত্রা ১০১ দশমিক ৫ ডেসিবেল।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘ঢাকা মহানগরীতে শব্দদূষণের বর্তমান চিত্র ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলন এসব তথ্য তুলে ধরেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সভাপতি প্রকৌশলী মো. আবদুস সোবহান।

আবদুস সোবহান জানান, গত দুই মাসে ঢাকা মহানগরীর ৪৫টি এলাকায় দিন ও রাতে শব্দের মাত্রা পরিমাপ করা হয়েছে। জরিপকৃত এলাকাগুলোকে নীরব, আবাসিক, মিশ্র ও বাণিজ্যিক এলাকায় ভাগ করে নেওয়া হয়েছে।

জরিপের ফল তুলে ধরে পরিজা’র সভাপতি আবদুস সোবহান বলেন, নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা সবচেয়ে বেশি সচিবালয় এলাকায়, যা ১০১.৭ ডেসিবেল এবং রাত্রে শব্দের মাত্রা সবচেয়ে বেশি ধানমন্ডি ল্যাবএইড এলাকায়, যা ১০১.৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে শব্দের মাত্রা সবচেয়ে বেশি বাংলামোটরে, যা ১০৩.৮ ডেসিবেল এবং রাত্রে শব্দের মাত্রা সবচেয়ে বেশি লালবাগ সেকশনে, যা ১০১.৫ ডেসিবেল।

আবদুস সোবহান জানান, নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা ৮৪.৫ থেকে ১০১.৭ ডেসিবেল এবং রাত্রে ৯৬.৪ থেকে ১০১.৫ ডেসিবেল। আবাসিক এলাকায় দিনে ৮২.০ থেকে ৯১.০ ডেসিবেল এবং রাত্রে ৮৩.০ থেকে ৯১.৬ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে ৯১.০ থেকে ১০১.৫ ডেসিবেল এবং রাত্রে ৮৯.০ থেকে ১০৩.৮ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিনে শব্দের মাত্রা ৯২.০ থেকে ৯৭.০ ডেসিবেল এবং রাত্রে ৯১.০ থেকে ৯৯.০ ডেসিবেল।

তিনি বলেন, বাংলামোটরে শব্দের মাত্রা ১০৩.৮ ডেসিবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দের মাত্রা ৮৬.০০ থেকে ৯৪.০০ ডেসিবেল। সচিবালয় এলাকায় শব্দের মাত্রা ৯৬.০০ থেকে ১০১.৭ ডেসিবেল।

সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাকসুর সাবেক জিএস ডা. মোশতাক হোসেন বলেন, শব্দ সরাসরি স্বাস্থ্যকে আঘাত করছে। এটা আমাদের বোধশক্তি নষ্ট করে দিচ্ছে। শব্দের মাত্রা যদি অনেক বেশি হয়, তাহলে শুধু শ্রবণের ক্ষতি না, উচ্চরক্তচাপ থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। মানুষ বা যে কোনো প্রাণী যখন ক্রমাগত স্ট্রেসে থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।’

রাজধানী ঢাকা বর্তমানে বাসযোগ্য অযোগ্য নগরে পরিণত হয়েছে জানিয়ে নগর গবেষক জাহাঙ্গীর আলম বলেন, এই নগর কেন এতটা অবসবাসযোগ্য আমার বোধগম্য হয় না। মিরপুরে রাত ২-৩টা পর্যন্ত ট্রাক থেকে অবকাঠামো নির্মাণসামগ্রী রাস্তায় প্রচণ্ড শব্দে ফেলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় আলোচিত চাঁদাবাজ ‘কিলার শিকদার’ গ্রেপ্তার

একের পর এক বিয়ের প্রস্তাবে বিব্রত হিরো আলম

রাজশাহীর পদ্মায় দেখা মিলল কুমিরের

সেমির আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

যে কারণে দীপাবলি পালন করেন না দিলজিৎ

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল

জুবুর মাকে কী করে বোঝাব, জুবু আর নেই : জোবায়েদের বাবা

ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনায় ছাত্রীর বয়ফ্রেন্ড গ্রেপ্তার

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়ার রোগ জিবিএস

ভ্যাপসা গরম কমবে কবে জানাল আবহাওয়া অফিস

১০

পাঁচ দেশের সঙ্গে সম্পর্ক থাকা কে এই ‘গ্লোবাল’ ক্রিকেটার

১১

কেন করণের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া?

১২

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় কেউই এড়াতে পারে না : ইএবি

১৩

ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে : ইসি সচিব

১৪

বড়দের আচরণে ক্ষতি হয় শিশুর

১৫

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

১৭

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত

১৮

প্রকল্প সংস্কৃতি বিবিএসকে মূল কাজ থেকে বিচ্যুত করেছে: টাস্কফোর্সের প্রতিবেদন

১৯

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

২০
X