শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৬:৩০ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে দিনে বেশি শব্দদূষণ বাংলামোটরে, রাতে লালবাগে

রাজধানীতে দিন দিন বাড়ছে শব্দদূষণ। ছবি : সংগৃহীত
রাজধানীতে দিন দিন বাড়ছে শব্দদূষণ। ছবি : সংগৃহীত

রাজধানীতে দিনে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় বাংলামোটরে এবং রাতে সবচেয়ে বেশি হয় লালবাগে। বাংলামোটর এলাকায় দিনে (সকাল ৬টা থেকে রাত ৯টা) সবচেয়ে বেশি শব্দ থাকে। এই সময়ে এই এলাকায় শব্দের মাত্রা থাকে ১০৩ দশমিক ৮ ডেসিবেল। অন্যদিকে রাত্রে (রাত ৯টা থেকে সকাল ৬ টা) শব্দের মাত্রা সবচেয়ে বেশি লালবাগে, যার মাত্রা ১০১ দশমিক ৫ ডেসিবেল।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘ঢাকা মহানগরীতে শব্দদূষণের বর্তমান চিত্র ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলন এসব তথ্য তুলে ধরেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সভাপতি প্রকৌশলী মো. আবদুস সোবহান।

আবদুস সোবহান জানান, গত দুই মাসে ঢাকা মহানগরীর ৪৫টি এলাকায় দিন ও রাতে শব্দের মাত্রা পরিমাপ করা হয়েছে। জরিপকৃত এলাকাগুলোকে নীরব, আবাসিক, মিশ্র ও বাণিজ্যিক এলাকায় ভাগ করে নেওয়া হয়েছে।

জরিপের ফল তুলে ধরে পরিজা’র সভাপতি আবদুস সোবহান বলেন, নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা সবচেয়ে বেশি সচিবালয় এলাকায়, যা ১০১.৭ ডেসিবেল এবং রাত্রে শব্দের মাত্রা সবচেয়ে বেশি ধানমন্ডি ল্যাবএইড এলাকায়, যা ১০১.৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে শব্দের মাত্রা সবচেয়ে বেশি বাংলামোটরে, যা ১০৩.৮ ডেসিবেল এবং রাত্রে শব্দের মাত্রা সবচেয়ে বেশি লালবাগ সেকশনে, যা ১০১.৫ ডেসিবেল।

আবদুস সোবহান জানান, নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা ৮৪.৫ থেকে ১০১.৭ ডেসিবেল এবং রাত্রে ৯৬.৪ থেকে ১০১.৫ ডেসিবেল। আবাসিক এলাকায় দিনে ৮২.০ থেকে ৯১.০ ডেসিবেল এবং রাত্রে ৮৩.০ থেকে ৯১.৬ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে ৯১.০ থেকে ১০১.৫ ডেসিবেল এবং রাত্রে ৮৯.০ থেকে ১০৩.৮ ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় দিনে শব্দের মাত্রা ৯২.০ থেকে ৯৭.০ ডেসিবেল এবং রাত্রে ৯১.০ থেকে ৯৯.০ ডেসিবেল।

তিনি বলেন, বাংলামোটরে শব্দের মাত্রা ১০৩.৮ ডেসিবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দের মাত্রা ৮৬.০০ থেকে ৯৪.০০ ডেসিবেল। সচিবালয় এলাকায় শব্দের মাত্রা ৯৬.০০ থেকে ১০১.৭ ডেসিবেল।

সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডাকসুর সাবেক জিএস ডা. মোশতাক হোসেন বলেন, শব্দ সরাসরি স্বাস্থ্যকে আঘাত করছে। এটা আমাদের বোধশক্তি নষ্ট করে দিচ্ছে। শব্দের মাত্রা যদি অনেক বেশি হয়, তাহলে শুধু শ্রবণের ক্ষতি না, উচ্চরক্তচাপ থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। মানুষ বা যে কোনো প্রাণী যখন ক্রমাগত স্ট্রেসে থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।’

রাজধানী ঢাকা বর্তমানে বাসযোগ্য অযোগ্য নগরে পরিণত হয়েছে জানিয়ে নগর গবেষক জাহাঙ্গীর আলম বলেন, এই নগর কেন এতটা অবসবাসযোগ্য আমার বোধগম্য হয় না। মিরপুরে রাত ২-৩টা পর্যন্ত ট্রাক থেকে অবকাঠামো নির্মাণসামগ্রী রাস্তায় প্রচণ্ড শব্দে ফেলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার-আশুলিয়ার ৩ ছাত্র হত্যা মামলা : হাসিনাসহ ২০৮ জনের বিরুদ্ধে চার্জশীট

সম্প্রীতির নজির গড়লেন জামায়াতের সেলিম ও গণঅধিকারের জাহিদ

যে কারণে ফেসবুক বন্ধ করল নেপাল

আফগানিস্তানে আবারো ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২০০

আর্জেন্টিনার জার্সিতে মেসির ১০টি স্মরণীয় মুহূর্ত

সাংবাদিকদের উপর হামলা / ভাঙ্গাকে বিভক্ত হতে দেব না : কৃষকদল নেতা বাবুলের হুঁশিয়ারি

বৃদ্ধা সখিনার বয়স্ক ভাতার টাকা খাচ্ছেন অন্যরা

দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নুরের সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়ার তথ্য জানালেন রাশেদ

নির্বাচনকে বড়লোকদের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে : প্রিন্স

১০

মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ডি পল–ডি মারিয়ার আবেগঘন প্রতিক্রিয়া

১১

দেশের দুর্নীতি কোন পর্যায়ে, জানালেন টিআই চেয়ারম্যান

১২

বাকৃবিতে ‘নাটকীয়’ পরিস্থিতি, ক্যাম্পাস সচল নিয়ে অনিশ্চয়তা

১৩

অনুপস্থিত চিকিৎসকের হাজিরা স্বাক্ষর করে ‘ভূত’

১৪

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আব্দুল হালিম

১৫

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

১৬

আশুলিয়ায় হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত

১৭

একটি অপশক্তি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় : হাবিব

১৮

৪০০ টাকার জন্য বন্ধুকে পিটিয়ে হত্যা

১৯

চাঁদপুরের সবুজ জিতলেন ৬৮ কোটি টাকা

২০
X