রাজধানীতে সুপার শপ স্বপ্নে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ মে) রাতে ঝিগাতলা পোস্ট অফিসের কাছে অবস্থিত আউটলেটে এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা স্বপ্ন আউটলেটের ক্যাশ বাক্স লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
ডাকাতদল কম্পিউটার এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী ট্রাক ও ভ্যানে করে নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক লাখ টাকার মূল্যবান সামগ্রী তারা নিয়েছে।
হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদ জানান, ডাকাতদের ধরতে এবং মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।
মন্তব্য করুন