কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৫:২৩ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হাট ঘুরে ক্রেতা-বিক্রেতাদের খোঁজ নিলেন মেয়র

কোরবানির পশুর হাট পরিদর্শন করছেন মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি : কালবেলা
কোরবানির পশুর হাট পরিদর্শন করছেন মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি : কালবেলা

মোহাম্মদপুরের বছিলায় কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের খোঁজখবর নেন। হাটে কোনো সমস্যা আছে কি না, হাটের পরিবেশ কেমন, এসব বিষয় জানতে চান তিনি। পরে তিনি ডিজিটাল লেনদেনের জন্য নির্মিত বুথ পরিদর্শন করেন।

আতিকুল ইসলাম বলেন, এ বছর ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ডিএনসিসির সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। দশ হাজারের অধিক পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত থাকবে। ডিএনসিসির সকল কাউন্সিলর, কর্মকর্তা এবং আমি নিজে মাঠে থাকব। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এ ছাড়াও ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। হটলাইন নম্বর রয়েছে যে কেউ যোগাযোগ করতে পারবে।

মেয়র বলেন, ডিএনসিসির স্মার্ট পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছে। এ বছর ৬টি হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা রাখা হয়েছে। ক্রেতারা ক্যাশ লেনদেন না করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারছে। বিক্রেতা বা খামারিরাও গরু বিক্রির টাকা বহন না করে হাটেই ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে পারছে। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুযোগও রয়েছে।

তিনি বলেন, কোরবানির পশুর হাটে বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। হাটের সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কোরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এই টিম কোরবানির হাটগুলো মনিটরিং করছে। প্রধান সড়ক বন্ধ করে হাট বসালে এই তদারকি টিম ব্যবস্থা নিচ্ছে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ঈদের দিন দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাত ৮টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। পশুর হাটের বর্জ্য পরিষ্কারের জন্য এবার আর ইজারাদারদের ওপর ভরসা করা হচ্ছে না। সিটি করপোরেশন থেকেই আমরা দ্রুত সময়ে পরিষ্কার করব।

বৃক্ষরোপণে পশুর হাটের গোবর ব্যবহার করা হবে উল্লেখ করে মেয়র বলেন, ডিএনসিসি থেকে ইতিমধ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। কোরবানির পশুর হাটের গোবরগুলো সংগ্রহ করে বৃক্ষরোপণে ব্যবহার করা হবে।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্যারিস রোড সংলগ্ন মাঠে একসঙ্গে অন্তত ৫শ গরু কোরবানির আয়োজন করা হয়েছে। যারা এখানে গরু কোরবানি দিতে আসবেন প্রত্যেক গরুর জন্য প্রণোদনা হিসেবে ডিএনসিসির পক্ষ থেকে ১ হাজার টাকা করে প্রদান করা হবে। এ ছাড়াও ৭ নম্বর ওয়ার্ডে একটি স্থানে অন্তত ১০০ পশু কোরবানির উদ্যোগ নেওয়া হয়েছে।

কোরবানির হাট পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসির কাউন্সিলররা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে আসছে নিরবের ‘শিরোনাম’

বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়লেন বাবর, রিজওয়ান ও শাহীন

ভবিষ্যতে মব সৃষ্টি করবে না, এই মুচলেকায় ছাড়া হয়েছে সমন্বয়কদের : ডিসি রমনা

যমুনার দুর্গম চরে খামারিকে হত্যা করে গরু লুট

নগরভবনে ঝুলছে তালা, ইশরাকের পক্ষে আন্দোলনে কর্মচারীরা

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিওসহ তিনজন দুদকে 

কালবেলায় সংবাদ প্রকাশ / স্বস্তি ফিরছে আতঙ্কের সেই বায়েজিদ লিংক রোডে

মির্জা আব্বাসের প্লট বরাদ্দের দুর্নীতির মামলা বাতিল

আইপিএলে মোস্তাফিজদের ভাগ্য নির্ধারনী ম্যাচে বৃষ্টির শঙ্কা

সাজার বিরুদ্ধে ডা. জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

১০

শিশুর কান্নার উৎস খুঁজতে গিয়ে মিলল নারীর মরদেহ

১১

টিএনজেডের শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ৫ সিদ্ধান্ত

১২

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারামুক্তি নিয়ে ক্ষোভ ঝাড়লেন বাপ্পারাজ

১৩

মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের অবস্থান

১৪

ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস

১৫

রেললাইনে পড়ে ছিল হাত-পা কাটা মরদেহ

১৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য

১৭

রাঙামাটিতে মধ্যরাতে পুড়ল ৩০ দোকান

১৮

ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ

১৯

এক্সপোর্ট পারমিট জটিলতায় আগরতলায় মাছ রপ্তানি বন্ধ

২০
X