শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাত পোহালেই কোরবানি, কদর বেড়েছে মালা ও ঘণ্টার

রাজধানীর ধোলাইখাল পশুর হাটে বিক্রি হচ্ছে মালা ও ঘণ্টা। ছবি : কালবেলা
রাজধানীর ধোলাইখাল পশুর হাটে বিক্রি হচ্ছে মালা ও ঘণ্টা। ছবি : কালবেলা

রাত পোহালেই আগামীকাল ঈদুল আজহার। ইতিমধ্যে রাজধানীর সব পশুর হাটগুলোতে বেঁচাবিক্রি শেষ করে বাড়ি চলে গেছেন পরিবারের কাছে। আবার অনেকে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন সারা দেশ থেকে গরু বিক্রি করতে আসা খামারি ও ব্যবসায়ীরা। তবে অনেকে শেষ মুহূর্তে পশু বিক্রির আশায় এখনো রাজধানীর বিভিন্ন হাটে রয়েছেন। তারা তাদের পশুগুলোকে সাজিয়ে গুছিয়ে শেষ মুহূর্তে বিক্রির জন্য অপেক্ষা করছেন। ক্রেতাদের নজর কাড়তে পশুগুলোকে আকর্ষণীয় করে সাজাচ্ছেন বিক্রেতারা। হাটে আনা অধিকাংশ গরুর গলায় মালা ও ঘণ্টা দেখা গেছে। গায়ে জড়ানো হয়েছে কারুকার্যময় জরি ও কাপড়।

রোববার (১৬ জুন) ধোলাইখাল পশুর হাট ঘুরে দেখা গেছে, পশু সাজানোর নানা উপকরণের পসরা সাজিয়ে বসেছেন অনেক দোকানি। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে রঙিন কাপড়, জরির মালা, মাথায় ও শিঙে পরানোর রঙিন মুকুট, গলায় ও পায়ে পরানোর ঘুঙুরসহ রঙিন দড়ি ও বিভিন্ন ধরনের লাঠি। ফেরি করেও বিক্রি করা হচ্ছে বিভিন্ন উপকরণ। প্রকারভেদে একেকটি ঘণ্টার দাম ২০০ থেকে ৪০০ টাকা। মালার দাম ২০ থেকে ৬০ টাকা। লাঠির দাম ২০ টাকা।

চট্টগ্রামের আড়াই হাজার থেকে কোরবানির হাট উপলক্ষে রাজধানীতে এসেছেন মালা ও ঘণ্টা বিক্রেতা তাজুল ইসলাম। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক। বছরের এই সময় কোরবানির হাট গুলোতে গরুকে সাজানোর জন্য বাহারি সব মনহারির জিনিস পত্র বিক্রি করেন। কোরবানিকে কেন্দ্র করে প্রায় ১৬ বছর ধরে তিনি দেশের বিভিন্ন হাটগুলোতে গরুর জন্য মালা ঘণ্টা ও জরির মুকুট বিক্রি করেন।

তিনি বলেন, হাটে বড়দের পাশাপাশি ছোটরাও আসে। তাদের ইচ্ছা, পছন্দের পশুটিকে সাজিয়ে নিয়ে ঘরে ফেরা। তাই এ সময় পশু সাজানোর উপকরণ বিক্রি হয়। তাজুল আরও বলেন, ‘গরুর ব্যাপারীরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে গরুর জন্য মালা, ঘণ্টা কেনেন। পাশাপাশি ক্রেতারাও গরু সাজিয়ে বাড়িতে নিয়ে যান। এজন্য তারাও মালা কেনেন।’

কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা মোহাম্মদ আসলাম বলেন, ‘ঈদের সময় বিভিন্ন রঙের কাগজ ও কাপড়ের মালা দিয়ে গরু সাজানো হয়ে থাকে। শেষ সময় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই এটা করা হয়।

তাজুলের সঙ্গে গরুকে সাজানোর জন্য দর-দাম করছিলেন পাবনার জয়নাল ব্যাপারী। তিনি কালবেলাকে বলেন, খামার থেকে ৯টি গরু নিয়ে গত সোমবার এসেছিলাম। কিন্তু এখনো তিনটি গরু বিক্রি হয়নি। তাই যদি ওদের একটু সাজালে ক্রেতাদের কাছে পছন্দ হয়। তাই কিছু বাড়তি অর্থ ব্যয় করে গরু তিনটিকে সাজানোর কথা ভাবছি।

মনহারীর সঙ্গে দরদামে পটলে ওদের সাজাব। কপাল ভালো থাকলে রাতের মধ্যেই তিনটি গরু বিক্রি করে বাড়ি ফিরব। তবে ভাগ্য খারাপ হলে গরুগুলোকে বিক্রি না করেই ওদের নিয়ে কাল সকালের আগে বাড়ি ফিরতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

এরদোয়ানকে নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছর কারাদণ্ড

এবার মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

পুলিশ বক্সে আশ্রয় নিয়েও বাঁচতে পারলেন না যুবদল কর্মী

অনলাইন শপিং ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে : ক্যাসপারস্কি

বাউবির ITVET-এর প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ড. শামীম

সাবেক সচিব লতিফুল বারির মৃত্যু

আবারও ইনজুরিতে নেইমার

১০

চট্টগ্রামে ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫ অনুষ্ঠিত

১১

বিয়েতে বেলুন বিস্ফোরণ, ভয়াবহ অবস্থা বর-কনের

১২

মায়ের কুলখানি শেষে মারা গেলেন ছেলে

১৩

১ হাজার টাকার জন্য জীবন গেল শুভর

১৪

‘শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে’

১৫

হোয়াইটওয়াশের পর নিজের ভবিষ্যৎ বোর্ডের হাতে ছেড়ে দিলেন গম্ভীর

১৬

ভূমিকম্প / ঢাবির ৬ হলে কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন সম্পন্ন

১৭

গণসংযোগে জনস্রোত, আলিঙ্গনে সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৮

শিবির করায় ছাত্রত্ব বাতিল, একযুগ পর মাস্টার্সে পেলেন সিজিপিএ-৪

১৯

মানহানিকর বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের বিবৃতি

২০
X