ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশের অন্যতম জনপ্রিয় ও পাঠক নন্দিত জাতীয় দৈনিক ‘দৈনিক কালবেলার’ নবযাত্রার প্রথম বছরপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীন, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সহসভাপতি মফিজুর রহমান লিমন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশ দাস।
এ সময় বক্তারা বলেন, কালবেলা নবযাত্রার এই এক বছরের মধ্যে পাঠক হৃদয়ে অন্যরকম একটি আগ্রহের জায়গা করে নিয়েছে। বিশেষ করে তাদের নির্ভীক সংবাদ উপস্থাপনের কারণে পাঠকের মধ্যে পত্রিকাটি এখন বেশ জনপ্রিয়। দেশের পত্রিকা জগতে এই পত্রিকাটি খুবই অল্প সময়ের মধ্যে সমৃদ্ধ অবস্থা অর্জন করে নিয়েছে।
তারা আরও বলেন, পত্রিকার কর্তৃপক্ষ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। আমরা আশা করি মুক্তিযুদ্ধের চেতনায় পত্রিকাটি বহুদূর এগিয়ে যাবে। আমরা পাঠক নন্দিত এই কালবেলা পত্রিকার আরও উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করি। পরে অতিথিরা কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি পালন করেন।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী, কসবা উপজেলা প্রতিনিধি মো. লিয়াকত মাসুদ, নাসিরগনগর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, চিত্র সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন