নীলফামারীর আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কালবেলার প্রথম প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলার প্রতিনিধিদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সভাপতি প্রেসক্লাব তাহমিন হক ববি। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সদর থানার ওসি তানভীর।
অল্প সময়ের মধ্যে কালবেলার বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক প্রিয়তার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মন্তব্য করুন