মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৮:৩৮ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সংসদ সদস্যের অফিসে আগুন, মেয়রের বাসভবনে হামলা

বাঁ থেকে- সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর নগরীর লালখান বাজার কার্যালয়ে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।

অপরদিকে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় দুটি পৃথক ঘটনায় চট্টগ্রাম নগরীতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দুপুর থেকে নগরের নিউমার্কেট এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ বিক্ষোভ কর্মসূচি ছিল। সন্ধ্যায় সেই কর্মসূচি শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে এক দল দুর্বৃত্ত বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে লালখান বাজারের এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা চালায় তারা। এ সময় তারা সেখানে থাকা আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়।

একইভাবে আরেকটি মিছিল নিয়ে মুরাদপুর থেকে বহদ্দারহাট এলাকায় পৌঁছানোর পর বহদ্দারহাট ফ্লাইওভারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। সবশেষে মিছিল থেকে বের হয়ে একটি অংশ মেয়র রেজাউলের বাড়িতে হামলা চালায়। এ সময় মেয়র রেজাউলের বাড়ির নামফলক ও প্রবেশ গেটটি ভাঙচুর করে তারা।

অপর দিকে চট্টগ্রামে নগরের মুরাদপুর এলাকায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাসভবনের আঙিনায় থাকা দুটি প্রাইভেট কার ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তাছাড়া শিক্ষামন্ত্রীর বাসভবনের প্রবেশ গেটটি ভেঙে একটি কক্ষ ভাঙচুর করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর সহকারী রাহুল দাশ কালবেলাকে বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে। মেয়র গলির সামনে দিয়ে একটি মিছিল যাচ্ছিল। সে মিছিল থেকে বের হয়ে কিছু লোক এ হামলা চালিয়েছে। জামায়াত-শিবিরের মদদে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, এসব বিষয়ে খবর পেয়েছি। হামলায় কে বা কারা জড়িত তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১০

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১১

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১২

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৩

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৪

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৫

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৬

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৭

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৮

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৯

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

২০
X