কক্সবাজারের উখিয়ার পালংখালীর শামসুল আলম নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের দুই লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার (৬ আগস্ট) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিজ্ঞ বিচারক মো. মোশারফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ও শামসুল আলম। একই মামলায় অপর দুজন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
একই আদালতের বেঞ্চ সহকারী প্রণব কান্তি শর্মা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল মামলাটি পরিচালনা করেন।
মন্তব্য করুন