টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ। এ কারণে সড়কটির বিভিন্ন অংশে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে চট্টগ্রামের সঙ্গে বান্দরবান ও কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চন্দনাইশ এলাকার মহাসড়কে অনেকেই জাল ফেলে মাছ ধরছেন। যেন মহাসড়কে মাছ ধরার ধুম পড়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল থেকেই চট্টগ্রাম-কক্সবাজার রুটে গাড়ি চলাচল বন্ধ বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক উপবিভাগীয় প্রকৌশলী মেজবাহ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: জেগে আছে শুধু ঘরের চাল
মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, চন্দনাইশ এলাকার সড়ক পানিতে টইটুম্বুর। এতে পানির নিচে রয়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক। ইতোমধ্যে সড়ক দিয়ে যান চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বাস টার্নিনালে এবং কক্সবাজারমুখী বিভিন্ন গাড়িও আটকা পড়েছে সড়কপথে।
জানা গেছে, বান্দরবান থেকে নেমে আসা সাংগু ও ডলু নদীর ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিপাতে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বিভিন্ন আঞ্চলিক সড়ক ডুবে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে বহু একতলা বাড়ি। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ না থাকা এবং মোবাইল ফোনের নেটওয়ার্কে সমস্যা তৈরি হওয়ায় ওই এলাকার লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। সেখানকার বাসিন্দারা পানি নামার ধীরগতির জন্য নতুন রেললাইনকে দুষছেন।
এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে আজ চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তা ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন