চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শনিবার যুবদলের কর্মসূচি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আগামী শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নেতাকর্মীরাও। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে চট্টগ্রাম নগরের নগরীর একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

নুরুল ইসলাম নয়ন বলেন, শেখ হাসিনার সব ষড়যন্ত্রকে কঠোরভাবে প্রতিহত করা হবে। যে প্রতিকূলতা অতিক্রম করে এ দেশের মানুষ বিজয় অর্জন করেছে, সেই ঐক্য ও প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে সুষ্ঠু ধারায় চালানোর জন্য শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সারা দিন জাতীয়তাবাদী দল সজাগ ও সতর্ক থাকবে, যেন শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা কোথাও কেউ করলে সাধারণ মানুষ প্রতিহত করবে। তাদের সঙ্গে আমরা জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরাও থাকবেন। অর্জিত বিজয় যাতে কোনো ষড়যন্ত্রকারী নসাৎ করতে না পারেন, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের ষোলশহরস্থ বিপ্লব উদ্যান থেকে মেজর জিয়া উই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণা করে পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজের জীবনবাজি রেখে স্বাধীনতার ঘোষণা দেন। ৭ নভেম্বর বিএনপির রাজনৈতিক কর্মসূচির মধ্যে আবদ্ধ থাকা সমীচীন নয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত, গণতন্ত্রকামী প্রতিটি মানুষ ও সেনাবাহিনীকে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক মুহাম্মদ শাহেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানকে নতুন প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার জন্য যুবসমাজকে কাজ করতে হবে। যুবসমাজই দেশের এক বৃহৎ শক্তি, তাদেরকে কাজে লাগিয়ে এদেশকে গড়ে তুলতে হবে। তরুণরাই আজ দেশের জন্য রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। কোনোভাবেই এ যুব সমাজকে অবহেলা করা যাবে না। ১৬ বছর ধরে ভারতীয় পৃষ্ঠপোষকতায় অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে রাখা ফ্যাসিবাদী শক্তি এখনো বিশৃঙ্খলা সৃষ্টির যে পাঁয়তারা করছে তা মোকাবিলা করার জন্য যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আগামী ১৬ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচিসমূহ সর্বাত্মক সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন মাসুম, রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএম মুরাদ চৌধুরী, কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিনসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

তরুণদের সঙ্গে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়ব : সাঈদ আল নোমান

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন ‘গুপ্ত’ : আসিফ মাহমুদ

বিএনপি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কেউ নাই : ড. জালাল

বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে : তারেক রহমান

গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান : বুলু

দেড় বছরে ঢাবিতে ৪১টি কার্যক্রমের উদ্বোধন

লিচুবাগান থেকে গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১০

নির্বাচিত হলে চাঁদাবাজি ও দখল বন্ধ করা হবে : রবিউল বাশার

১১

জিম্বাবুয়েকে ধসিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান সমাপ্তি 

১২

প্রচারণায় যাওয়ার সময় জামায়াতের ১৫ নেতাকর্মী নিয়ে ডুবে গেল নৌকা

১৩

আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

১৪

ধানের শীষের বিজয় হলে নিপীড়িত মানুষের বিজয় হবে : মান্নান

১৫

১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান

১৬

কবি মৃধা আলাউদ্দিনের জন্মদিন ও কাব্যসন্ধ্যা

১৭

আড়াই কোটি টাকার নতুন টুর্নামেন্টের কোচ-অধিনায়ক যারা

১৮

মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের সময় বিমান হামলায় নিহত ১৭০ : জাতিসংঘ

১৯

‘নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ-ঢাকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

২০
X