চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে শনিবার যুবদলের কর্মসূচি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আগামী শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নেতাকর্মীরাও। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে চট্টগ্রাম নগরের নগরীর একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

নুরুল ইসলাম নয়ন বলেন, শেখ হাসিনার সব ষড়যন্ত্রকে কঠোরভাবে প্রতিহত করা হবে। যে প্রতিকূলতা অতিক্রম করে এ দেশের মানুষ বিজয় অর্জন করেছে, সেই ঐক্য ও প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে সুষ্ঠু ধারায় চালানোর জন্য শেখ হাসিনার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সারা দিন জাতীয়তাবাদী দল সজাগ ও সতর্ক থাকবে, যেন শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা কোথাও কেউ করলে সাধারণ মানুষ প্রতিহত করবে। তাদের সঙ্গে আমরা জাতীয়তাবাদী যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরাও থাকবেন। অর্জিত বিজয় যাতে কোনো ষড়যন্ত্রকারী নসাৎ করতে না পারেন, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের ষোলশহরস্থ বিপ্লব উদ্যান থেকে মেজর জিয়া উই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণা করে পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নিজের জীবনবাজি রেখে স্বাধীনতার ঘোষণা দেন। ৭ নভেম্বর বিএনপির রাজনৈতিক কর্মসূচির মধ্যে আবদ্ধ থাকা সমীচীন নয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত, গণতন্ত্রকামী প্রতিটি মানুষ ও সেনাবাহিনীকে ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক মুহাম্মদ শাহেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের অবদানকে নতুন প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার জন্য যুবসমাজকে কাজ করতে হবে। যুবসমাজই দেশের এক বৃহৎ শক্তি, তাদেরকে কাজে লাগিয়ে এদেশকে গড়ে তুলতে হবে। তরুণরাই আজ দেশের জন্য রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। কোনোভাবেই এ যুব সমাজকে অবহেলা করা যাবে না। ১৬ বছর ধরে ভারতীয় পৃষ্ঠপোষকতায় অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে রাখা ফ্যাসিবাদী শক্তি এখনো বিশৃঙ্খলা সৃষ্টির যে পাঁয়তারা করছে তা মোকাবিলা করার জন্য যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আগামী ১৬ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচিসমূহ সর্বাত্মক সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন মাসুম, রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএম মুরাদ চৌধুরী, কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিনসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১০

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১১

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১২

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৩

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৪

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৫

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৬

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৭

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৮

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৯

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

২০
X