শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিচারের আগে শেখ পরিবার রাজনীতি করতে পারবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মী সম্মেলন। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মী সম্মেলন। ছবি : কালবেলা

ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত শেখ পরিবার বাংলার জমিনে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের পাহাড়তলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের যে মঞ্চে নির্বিচারে হত্যা করা হয়েছিল তাকেও একই মঞ্চে নিয়ে ফাঁসি দিতে হবে।

শাহজাহান চৌধুরী বলেন, ১৯৭২ সালে দেশে এসে জামায়াতে ইসলামীর ওপর আঘাত করে শেখ মুজিব। ১১ কেন্দ্রীয় নেতাকর্মীসহ সারা দেশের ৬০০ জনকে কারাগারে পাঠিয়েছিল। শেখ মুজিব জামায়াতে ইসলামীকে দাবায়ে রাখতে চেয়েছিল কিন্তু পারেনি। কোনো ইসলামী দলকে কাজ করতে দেয়নি। ১৯৯০ সালে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে স্বৈরশাসন চাপিয়ে দিয়েছিল এরশাদ সরকার। উপমহাদেশে একমাত্র সংগঠন জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি আঘাত এসেছে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই দলের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামী দমে যাওয়া দল নয়। এ সংগঠনের নেতাকর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না।

তিনি বলেন, গত দীর্ঘ ১৮ বছর শেখ হাসিনা সবচেয়ে বেশি আঘাত করেছে জামায়াতে ইসলামীর ওপর। এমন কোনো নির্যাতন নেই শেখ হাসিনা করেনি। এমন কোনো ষড়যন্ত্র নেই তার দলের লোকেরা করেনি। এমন কোনো পদক্ষেপ নেই আওয়ামী লীগ জামায়াতের বিরুদ্ধে নেয়নি। শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী নয়। আমাদের নিষিদ্ধ করে ৫ দিনও ক্ষমতায় থাকতে পারেনি। দেশ থেকে পালাতে বাধ্য হলেন।

তিনি আরও বলেন, আদর্শ সমাজ বিনির্মাণ এবং দেশের মানুষের মুক্তির জন্য সব কর্মীকে অপরিহার্য ভূমিকা পালন করতে হবে। কারণ অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা এবং দুর্নীতিপরায়ণ প্রশাসন দ্বারা দেশের মানুষের মুক্তি মিলবে না। এই জন্য নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষের সামনে তুলে ধরতে হবে এবং জাতি গঠনের জন্য জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরতে হবে। দেশের এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি। ব্যাংক খাত, শিক্ষা খাত ধ্বংস কর দিয়েছে। বাংলাদেশের সম্পদের ১৬ শতাংশ বুর্জোয়া পরিবার দখল করে ফেলেছে। বৈষম্য তৈরি করে দিয়ে তারা পালিয়েছে।

মহানগরী জামায়াতের নায়েবে আমির পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জাতির সংকট মুহূর্তে অন্তর্বর্তী সরকার ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছে। তিনি ঐক্যের ডাক দিয়েছেন। এই ঐক্যের ভিত্তি রচনা হয়েছে চট্টগ্রাম থেকে। আমরা যদি জাতীয় ঐক্য রক্ষা করতে পারি তাহলে দেশকে ষড়যন্ত্র থেকে বাঁচাতে পারব। তারপর তারা আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল কিন্তু আমরা জাতিবর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে তা শান্তভাবে মোকাবিলা করেছি।

তিনি বলেন, শুধু ইসকন নয়, যারাই দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের গ্রেপ্তার করতে হবে। শৈবাল দাশ সুমন, নুরুল আজিম রনিসহ চট্টগ্রামকে অস্থিতিশীল করতে যারা কলকাঠি নাড়ছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠা করতে চাই। তাই অমুসলিমদের অধিকার আদায়েও আমাদের সচেষ্ট থাকতে হবে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরও গ্রেপ্তার করতে হবে। সংগঠিত উপায়ে সাংগঠনিকভাবে সবার নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।

খুলশী থানা জামায়াতের আমির অধ্যাপক আলমগীর ভুইঁয়ার সভাপতিত্বে, খুলশী থানার নায়েবে আমির আইয়ুব আলী হায়দার, সেক্রেটারি আমান উল্লাহ আমান ও কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন সাতকানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনিরুল আলম।

কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন- পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, খুলশী থানার নায়েবে আমির আইয়ুব আলী হায়দার, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ড এমারতের আমির মো. ওমর ফারুক, ১৪ নম্বর ওয়ার্ড আমির মো. আবু রাশেদ, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১০

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১১

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১২

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৩

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৪

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৫

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৬

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৭

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৮

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৯

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

২০
X