মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মা-বাবার কাছে যেতে চায় আরাধ্য

হাসপাতালে আহত শিশু আরাধ্য বিশ্বাস। ছবি : কালবেলা
হাসপাতালে আহত শিশু আরাধ্য বিশ্বাস। ছবি : কালবেলা

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু আরাধ্য বিশ্বাস ও তার মামাতো ভাই দুর্জয় কুমার বিশ্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। দুজনেরই হাত ও পায়ে অপারেশন হয়েছে। আরাধ্য বিশ্বাসের চিকিৎসা চলছে ঢাকার স্কয়ার হাসপাতালে। আর দুর্জয় চিকিৎসাধীন আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

গত ২ এপ্রিল চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- আরাধ্য বিশ্বাসের বাবা দিলীপ বিশ্বাস (৪৩) ও মা সাধনা মণ্ডল (৩৭), মামা আশীষ মণ্ডল (৫০) ও দিলীপ বিশ্বাসের সহকর্মী রফিকুল ইসলাম (৪৮), তার স্ত্রী লুৎফুন নাহার (৩৭), তিন মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমা, লিয়ানা, আনিশা; তাদের ফুফাতো বোন তানিফা ইয়াসমিন, দিলীপ বিশ্বাসের আরেক সহকর্মী মোক্তার আহমেদ (৫২) এবং মাইক্রোবাসের চালক ইউছুফ আলী।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল আরাধ্যা বিশ্বাস (৬)। পরবর্তীতে ৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে আরাধ্যাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে দুর্জয় কুমার বিশ্বাস (১৮)। দুর্ঘটনায় সে হাত, পা ও মাথায় গুরুতর আঘাত পায়।

দুর্জয়ের সঙ্গে হাসপাতালে থাকা মামা অপূর্ব কুমার ঘোষ কালবেলাকে বলেন, দুর্জয়ের অবস্থা উন্নতির দিকে আছে। হাত ও পায়ে অপারেশন হয়েছে। মুখে তরল খাবার দেওয়া হচ্ছে। তবে মাঝেমধ্যে উল্টাপাল্টা কথা বলে। আবার পরে ঠিক হয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, শুক্রবার দুর্জয়ের অপারেশন হয়েছে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। হাসপাতালে আরও দুই থেকে তিন সপ্তাহ থাকতে হবে।

এদিকে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন শিশু আরাধ্য বিশ্বাসও ধীরে ধীরে সেরে উঠছে। তারও হাত-পায়ে অপারেশন হয়েছে। রোববার গ্রামের বাড়িতে তার মা-বাবার শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সে এখনো মা-বাবার মৃত্যুর খবর জানে না।

ঢাকার স্কয়ার হাসপাতালে তার সঙ্গে থাকা চাচা সম্পর্কের নিখিল কালবেলাকে বলেন, আরাধ্যের দুই পা ও বাম হাতে অপারেশন হয়েছে। হুইল চেয়ারে করে কেবিনের বাইরে ঘুরানো হয়েছে। সে মা-বাবার কথা জানতে চায়। তাদের কাছে যেতে চায়। আমরা তাকে বলেছি তারাও তোমার মতো অসুস্থ। সুস্থ হলে তাদের কাছে নিয়ে যাব।

তিনি আরও বলেন, তাকে আরও কিছুদিন স্কয়ার হাসপাতালে রাখা হবে। চিকিৎসা পরিপূর্ণ শেষ করে বাড়িতে নিয়ে যাওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

১০

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

১১

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১২

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১৩

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৬

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৭

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৮

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

১৯

আ.লীগ নিষিদ্ধে ৪ রোডম্যাপ দিলেন তুহিন মালিক

২০
X