পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত থেকে মানুষকে রক্ষায় সম্ভাবনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (১৩ অক্টোবর) টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কোট মসজিদ এলাকায় তালগাছের চারা রোপণকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
টুকু বলেন, ‘টাঙ্গাইলে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির ৮০ হাজার গাছ রোপণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘তালগাছে বজ্রপাত থেকে মানুষের রক্ষা পাওয়ার একটি সম্ভাবনা থাকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে প্রায় ৩০ কোটি বৃক্ষরোপণ করবে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ৮০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি সম্পূর্ণ করেছি।’
টুকু বলেন, ‘বিগত কয়েকদিনে বজ্রপাতে টাঙ্গাইলে ১১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। সেই দিক বিবেচনা করেই টাঙ্গাইল সদরে প্রায় ৭০০ তাল গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর আরও তাল গাছের চারা সংগ্রহ করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানেই রোপণ করা হবে। যাতে করে টাঙ্গাইলের জনগণ বজ্রপাত থেকে রক্ষা পায়।’
তিনি আরও বলেন, ‘তালগাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে টাঙ্গাইলে অনেক তাল গাছ ছিল। বর্তমানে সে তালগাছ দেখা যায় না। তালগাছ প্রায় নিঃশেষ হয়ে গেছে। তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
মন্তব্য করুন