চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাসে আগুনের দায় আন্দোলনকারীদের ওপর চাপাতে চেয়েছিলেন শ্রমিক লীগ নেতা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকায় বিআরটিসির ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুরো ঘটনার জন্য চুক্তি হয় চার লাখ টাকা। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগ নেতা দিদারুল আলমের বিরুদ্ধে অভিযোগ আনে বিআরটিসি কর্তৃপক্ষ।

তাদের দাবি, বিআরটিসি বাসের ইজারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি ঘটনাটি ঘটিয়েছেন। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের দায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর চাপাতে চেয়েছিলেন বলেও পুলিশের অভিযোগপত্রে উঠে এসেছে। এ ছাড়াও ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি বাসের ইজারা নিয়ে বিআরটিসি ডিপো এলাকায় আবদুল হালিম ওরফে রুবেল নামের একজনকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে দিদারুল আলমের বিরুদ্ধে মামলা রয়েছে।

অভিযুক্ত দিদারুল আলম নগরের বায়েজিদ বোস্তামী থানা শাখা শ্রমিক লীগের সভাপতি।

জানা গেছে, নগরীর অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকায় ছয় একর জায়গার ওপর বিআরটিসি ডিপো অবস্থিত। গত বছরের ২০ জুলাই রাতে বিআরটিসি ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি বাসের ১৬টি আসন এবং আরেকটির ৮টি আসন পুড়ে গেছে। বাকি দুটি বাস আংশিক পুড়ে যায়। এতে মোট ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় বিআরটিসি ডিপো চট্টগ্রামের ব্যবস্থাপক মো. জুলফিকার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। ঘটনার দুই দিন পর ২২ জুলাই পুলিশ সিসি ক্যামেরা দেখে লেগুনাচালক সোহেলকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দিদারুলকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও চিত্র, আসামির জবানবন্দি ও তদন্ত শেষে সম্প্রতি অভিযোগপত্রটি আদালতে দেওয়া হয়।

বিআরটিসি চট্টগ্রাম ডিপোর ব্যবস্থাপক মো. জুলফিকার বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের নাম ভাঙিয়ে ডিপোর বাসগুলোতে সুপারভাইজার দেওয়াসহ নানা বিষয়ে প্রভাব বিস্তার করতেন দিদারুল। ইজারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি লোক ভাড়া করে বাসে আগুন ধরিয়ে দেন।

পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, বিআরটিসি বাস ডিপোতে থাকা বাসগুলোর ইজারা চেয়ে পাননি শ্রমিক লীগ নেতা দিদারুল আলম। এর আগেও বাসের ইজারা নিয়ে ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি বিআরটিসি ডিপো এলাকায় আবদুল হালিম ওরফে রুবেল নামের একজনকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। বিআরটিসি বাসে সুপারভাইজার দেওয়া নিয়ে দ্বন্দ্বে হালিম নামেও একজনকে খুন করা হয়।

গত বছরের জুলাইয়ে সারা দেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, সেই সময়কে বেছে নেন দিদারুল। তার পূর্বপরিচিত লেগুনাচালক সোহেল রানাকে ঘটনার দুই দিন আগে বিআরটিসি ডিপো এলাকার সামনে ডেকে আনেন। তাকে বলেন, ডিপোর ভেতরে থাকা পাঁচটি বাসে আগুন লাগিয়ে দিতে হবে। এ জন্য তাকে চার লাখ টাকা দেওয়া হবে। তবে অগ্রিম হিসেবে তেল কিনতে তাকে ৫০০ টাকা দেওয়া হয়।

সোহেল বাস ডিপোর পাশের একটি চা-দোকান থেকে একটি গ্যাস লাইটার চুরি করেন। পরে ঘটনার দিন ২০ জুলাই রাতে দেয়াল টপকে ডিপোতে ঢোকেন। একটি বাসের ভেতর থেকে ব্রেক অয়েল নেন। তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে চারটি বাসের আসনের ফোমে ব্রেক অয়েল ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পর আদালতে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সোহেল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ বলেন, দিদারুল লোক ভাড়া করে সরকারি বাসে আগুন ধরিয়ে দেন, যাতে দোষ বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ঘাড়ে চাপে।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, হাটহাজারী থানা-পুলিশের দেওয়া অভিযোগপত্রটি আগামী ১৪ মে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে গ্রহণ ও শুনানির জন্য দিন ধার্য রয়েছে। বিশেষ ক্ষমতা আইনের এ মামলার অভিযোগপত্রে আসামি করা হয়েছে বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগ নেতা দিদারুল আলম ও তার সহযোগী লেগুনাচালক সোহেল রানাকে। তারা দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন। তিন পৃষ্ঠার অভিযোগে ১৫ জনকে সাক্ষী রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৩০ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

বিজেপি নেতার তোপে মোদি ও অমিত শাহ

ইট মারলে আমরা পাথর ছুড়ব, ভারতকে ইসহাক দার

পাকিস্তানের তথ্যমন্ত্রী / ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত

নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে

সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি আটকে

বগা সেতু বাস্তবায়নে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক

মানবিক সহায়তা করিডোর বিষয়ে গণসংহতি আন্দোলনের বিবৃতি

আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা পিএসজির

১০

স্বাস্থ্য পরামর্শ / ডায়াবেটিস নিয়ন্ত্রণে জীবনযাপনে পরিবর্তন প্রয়োজন

১১

ঢাবির বাসে হামলা, বিচার চায় ছাত্রদল-শিবির-ছাত্রফ্রন্ট

১২

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে— স্লোগানে ফরিদপুরে মিছিল

১৩

বিশ্লেষণ / ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে? 

১৪

মেস থেকে জবি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

১৫

মুরাদনগরে পুলিশি হয়রানি বন্ধ ও এসপি-ওসির প্রত্যাহার দাবি

১৬

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার!

১৭

যুদ্ধে যেতে বাধ্য রাশিয়ায় পাচার হওয়া ১০ বাংলাদেশি, নিহত ৩

১৮

মাটির নিচে পাওয়া মর্টার শেল বিস্ফোরণ, অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৯

বরিশালে একযোগে ১১ পুলিশ পরিদর্শকে বদলি

২০
X