পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে আগামী ১৫ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সারাদেশে পালিত হবে জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হলে চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বের করা হবে জাতীয় মহাশোভাযাত্রা।
নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি টেরিবাজার, লালদিঘি, কোতোয়ালি, নিউমার্কেট, তিনপোল, বোস ব্রাদার্স, ডিসি হিল, চেরাগি পাহাড় হয়ে জেএম সেন হলে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সাধু-সন্ত, কূটনীতিক ও রাজনৈতিক নেতারা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নগরীর রহমতগঞ্জে পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য দেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন আরকে দাশ রুপু।
তিনি জানান, প্রথমদিন সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা ও বিকেলে সনাতনী কনসার্ট, দ্বিতীয় দিন মহা শোভাযাত্রা, যুব সম্মেলন, মাতৃ সম্মেলন ও ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১৭ ও ১৮ আগস্ট চলবে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।
সংবাদ সম্মেলনে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করা, বেদখল হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধার, অন্তর্বর্তী সরকারের কমিশনে সনাতন প্রতিনিধিত্ব, অর্পিত সম্পত্তি উদ্ধার ও মামলার নিষ্পত্তি, সংসদে সংখ্যানুপাতে আসন সংরক্ষণ, সাম্প্রদায়িক হামলার বিচার দ্রুত ট্রাইব্যুনালে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, পালি ও সংস্কৃত শিক্ষাবোর্ড গঠন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে হামলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন