চট্টগ্রাম নগরের বন্দর এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে এক বান্ডিল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে ওমর শাহপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা কালবেলাকে বলেন, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জুয়ার আসর বসানো হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আজ শনিবার দুপুরে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়।’