জামায়াতে ইসলামীকে চিরতরে নিশ্চিহ্ন করতে নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করা হয়েছে। ক্ষমতায় গেলে আমরা এসব হত্যার বদলা নিব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আলাউদ্দিন শিকদার।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে মিরসরাইয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতের চাইতে আরও সুসংঘটিত ও একতাবদ্ধ। একতাবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করা হবে। মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জালেম সরকারকে উৎখাত করবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা অফিস সেক্রেটারি ফজলুল করিম, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুস সালেহীন, জামায়াত নেতা এম আলমসহ বিভিন্ন নেতারা।
মন্তব্য করুন