

চট্টগ্রামের চকবাজার এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি করায় ৫০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে দোকানের বাইরে ফুটপাতে মালপত্র রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নগরীর অন্যতম ব্যস্ত এলাকা চকবাজারে অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো হচ্ছিল। এ কারণে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে দোকানগুলো অপসারণ করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, নগরীজুড়ে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সার্বিক সহযোগিতা করে।
মন্তব্য করুন