

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকার কলেজ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ১৬তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা গড়দুয়ারা ইউনিয়নে।
অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ‘চেয়ারম্যান পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। যোগদান করার পর চট্টগ্রাম শিক্ষাবোর্ড ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে কাজ করব।’
মন্তব্য করুন