ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ‘রাজনৈতিক অঙ্গনে বড় দুই রাজনৈতিক দলের পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান ক্রমাগত নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে। তৈরি করেছে ভীতিকর পরিস্থিতি। এমন অবস্থায় শান্তিপ্রিয় জনগণ চায় সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। স্বাধীন ইসিই পারে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।’
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে নগরের বহদ্দারহাট চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধের’ দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী। বিশেষ অতিথি সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইন ও উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী।
জনসভায় অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ, অযাচিত হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিদেশিদের নিকট একে অপরের বিরুদ্ধে নালিশ জানায়। বিদেশিদের ক্ষমতা মাড়ানোর সিঁড়ি হিসেবে বিবেচনা করে। এ সুযোগেই এরা এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর স্পর্ধা দেখায়। যা নিতান্ত দুঃখজনক।
আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী বলেছেন, ভূমিজ সন্তান হয়েও ফিলিস্তিনিরা স্বদেশে শরণার্থী হয়ে আছে। সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ পৃষ্টপোষকতায় ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। গাজায় এখন মানবিক বিপর্যয় ঘটেছে। এ অবস্থার পরিবর্তন না হলে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতাই একমাত্র এমন নেতিবাচক অবস্থার অবসান ঘটাতে পারে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, স ম শওকত আজিজ, মাওলানা ওয়াহেদ মুরাদ, এএম মঈনউদ্দীন চৌধুরী হালিম, লায়ন মোহাম্মদ এমরান, মাওলানা মোরশেদুল ইসলাম, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আনিসুর রহমান, এস এম আবু সাদেক ছিটু, মোহাম্মদ ইউসুফ কবির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন