চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১০:১৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ চায় সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন : আল্লামা জুবাইর

বক্তব্য দিচ্ছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ছবি : কালবেলা

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ‘রাজনৈতিক অঙ্গনে বড় দুই রাজনৈতিক দলের পারস্পরিক যুদ্ধংদেহী অবস্থান ক্রমাগত নির্বাচনী পরিবেশকে কলুষিত করছে। তৈরি করেছে ভীতিকর পরিস্থিতি। এমন অবস্থায় শান্তিপ্রিয় জনগণ চায় সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। স্বাধীন ইসিই পারে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।’

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে নগরের বহদ্দারহাট চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধের’ দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী। বিশেষ অতিথি সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি স ম হামেদ হোসাইন ও উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী।

জনসভায় অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ, অযাচিত হস্তক্ষেপ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকা অবস্থায় বিদেশিদের নিকট একে অপরের বিরুদ্ধে নালিশ জানায়। বিদেশিদের ক্ষমতা মাড়ানোর সিঁড়ি হিসেবে বিবেচনা করে। এ সুযোগেই এরা এ দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর স্পর্ধা দেখায়। যা নিতান্ত দুঃখজনক।

আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী বলেছেন, ভূমিজ সন্তান হয়েও ফিলিস্তিনিরা স্বদেশে শরণার্থী হয়ে আছে। সাম্রাজ্যবাদী গোষ্ঠীর প্রত্যক্ষ পৃষ্টপোষকতায় ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। গাজায় এখন মানবিক বিপর্যয় ঘটেছে। এ অবস্থার পরিবর্তন না হলে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়বে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতাই একমাত্র এমন নেতিবাচক অবস্থার অবসান ঘটাতে পারে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, স ম শওকত আজিজ, মাওলানা ওয়াহেদ মুরাদ, এএম মঈনউদ্দীন চৌধুরী হালিম, লায়ন মোহাম্মদ এমরান, মাওলানা মোরশেদুল ইসলাম, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ আনিসুর রহমান, এস এম আবু সাদেক ছিটু, মোহাম্মদ ইউসুফ কবির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরেই বানিয়ে ফেলুন দারুণ নরম চকোলেট স্পঞ্জ কেক

অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি, সিসিটিভি দেখে বিস্মিত বিচারক

ইসরায়েলি উপকূলে ঘুরছিল বিপন্ন তিমি হাঙর, গাজায় গিয়ে ধরা

অভিনয়ে সালসাবিল

পুরুষদের পেলভিক ব্যথার চিকিৎসা ও করণীয়

মিরপুরের পিচ নিয়ে স্যামির সন্দেহ

যে ৬ অভ্যাস নীরবে নষ্ট করছে আপনার মেরুদণ্ড

জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা : মির্জা ফখরুল

বৃহত্তর যশোর সমিতি ঢাকার সভাপতি ওবায়দুর সম্পাদক নাসির

চলতি অক্টোবরে যেভাবে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

১০

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

১১

জুলাই সনদ স্বাক্ষর / এনসিপির অনুপস্থিতি নিয়ে যা বললেন আসিফ নজরুল

১২

জুলাই সনদ সই অনুষ্ঠানস্থলের পাশে ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান

১৩

ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

১৪

রাতে খাবার বন্ধ করলে ওজন কমে কি

১৫

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে নাহিদের প্রতিক্রিয়া

১৬

তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

শনিবার খোলা থাকবে ব্যাংক

১৮

পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতি, বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা

১৯

জামাইয়ের দেওয়া আগুনে পুড়ে ছাই শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠান

২০
X