চট্টগ্রাম বন্দর এলাকায় মাত্র ১৫ দিনের মাথায় আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেন।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই রুটে গত পাঁচ মাসে এ নিয়ে চারবার বার ট্রেন-ট্রাকের সংঘর্ষ ও ট্রেন লাইচ্যুতির ঘটনা ঘটেছে।
রেলওয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে পদ্মা মেঘনা যমুনা ওয়েলের থেকে তেল আনতে যাচ্ছিল ট্রেনের একটি ইঞ্জিন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক এসে ইঞ্জিনে ধাক্কা দিয়ে উল্টে যায়।
রেলওয়ে থানার এস আই মো. সালাউদ্দিন খান নোমান কালবেলাকে বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে পাওয়া যায়নি। প্রতক্ষ্যদর্শীরা বলছেন উনি (চালক) আহত হয়েছিলেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
এর আগে ৮ জুন বন্দর এলাকায় তেলবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়। গত ৬ এপ্রিল তেলবাহী ওয়াগনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সিজিপিওয়াই প্রবেশের পথে লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পড়ে যায়।
মন্তব্য করুন