

কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন এক তরুণী। কিন্তু তিনি পড়ে যান। ঠিক সেই মুহূর্তে নায়কের মতো ছুটে আসেন এক রেল পুলিশ। তিনি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখান থেকে তরুণীকে টেনে উদ্ধার করেন।
আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর ইরোড জংশনে। এই খবর জানিয়েছে দ্য হিন্দু।
ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- একটি ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। ঠিক ওই সময় কাঁধে ব্যাগ নিয়ে এক তরুণী দৌড়ে এসে সেই ট্রেনে চড়ার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে পড়ে যান তিনি।
ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় রীতিমতো ঝুলতে থাকেন তরুণী। কিন্তু তিনি শক্ত হাতে উপরে ধরে ছিলেন, হাত ছাড়লেই একেবারে ট্রেনের নিচে চলে যেতেন।
ঠিক ওই সময় এক রেল পুলিশ দৌড়ে আসেন। তিনি তরুণীকে উদ্ধার করেন। রেল কর্তৃপক্ষ, যাত্রীদের এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলার অনুরোধ করেছে।
ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি রেল পুলিশের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার নিরাপত্তা আপনারই হাতেই, কখনই চলন্ত ট্রেনে ঝুঁকি নিয়ে উঠবেন না কিংবা নামবেন না।’
মন্তব্য করুন