চট্টগ্রাম বন্দরে কেডিএস গ্রুপের ট্রেইলারের ধাক্কায় ধসে পড়েছে একটি ওয়াচ টাওয়ার। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বন্দরের ৫ নম্বর ফটকের পাশে এ ঘটনা ঘটে।
এ সময় ধ্বংস্তূপের নিচে পড়ে এ ঘটনায় আহত হয়েছেন মো. রাজিব নামে দায়িত্বরত এক আনসার সদস্য। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি জানান, গতকাল দুপুরে বন্দরের ৫ নম্বর ফটকের পাশে কেডিএস গ্রুপের একটি ট্রেলার পেছনের দিকে আসছিল। এসময় একটি ওয়াচ টাওয়ারে ধাক্কা দেয় ট্রেলারটি। মুহূর্তে ধসে পড়ে ওই ওয়াচ টাওয়ার। ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহন হন ঘটনাস্থলে থাকা দায়িত্বরত আনসার সদস্য মো. রাজিব। সাথে সাথে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিন্তু তার অবস্থা এখনও গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তাই ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে পাঠানো হয় ঢাকায়। সেখানে তাকে দেওয়া হবে আরও উন্নত চিকিৎসা।
রাজিবের পরিবারের দাবি, রাজিবই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই এই অবস্থায় পরিবারের সবাই খুব চিন্তিত। তার যদি কিছু হয়ে যায়, পরিবারের দায়িত্ব নেওয়ার মতো থাকবে না কেউই।
রাজিবের মা কালবেলাকে জানান, যে কোনো কাজ করতে গেলে চোখ কান খোলা রেখে করতে হয়। কিন্তু কেডিএস গ্রুপের ওই চালক কী তার চোখ পকেটে নিয়ে ঘুরে। এখন আমার ছেলের এই ক্ষতি আমরা কীভাবে পূরণ করব। আমার ছেলের কিছু হলে আমরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা নাগাত রাজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানা যায়।
মন্তব্য করুন