চট্টগ্রামের মিরসরাইয়ে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মুক্তার আহম্মদ (৯৯) নামে এক বৃদ্ধ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াদুয়ারিয়া চেয়ারম্যান রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, শুক্রবার রাতে এশার নাম শেষ করে নয়দুয়ারিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর রাস্তায় পড়ে থাকা অবস্থায় দ্রতগামী একটি লড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রাইভেটকার ও লড়ি আটক সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন