ছয়শ থেকে সাতশ বছরের পুরোনো ঐতিহ্যের স্মারক মোঘল আমলের তৈরি ফকিরপাড়া শাহি জামে মসজিদ। যদিও এটি ফকিরপাড়া গায়েবি মসজিদ নামে এলাকায় সমাদৃত। ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের এ মসজিদটি দৃষ্টিনন্দন কারুকাজে পুনঃনির্মাণ করা হয়েছে।
স্থানীয় দানশীল ব্যক্তিত্ব দিদারুল আলম চৌধুরী প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি পুনঃনির্মাণ করেন বলে জানা গেছে। ফটিকছড়ি-বারৈয়ারঢালা সড়ক লাগোয়া হারুয়ালছড়ি চৌধুরী বাড়ির পশ্চিমাংশ ঘেঁষে দৃষ্টিনন্দন এ মসজিদটি যে কারও নজর কাড়বে।
জনশ্রুতি ও সূত্র মতে, প্রায় সাড়ে ছয়শ বছর আগে মোগল আমলে ইসলাম প্রচারে এসে তৎকালীন কিছু আলেম মসজিদটি প্রতিষ্ঠা করেন। কালের বিবর্তনে এটি ফকিরপাড়া গায়েবি জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে।
ঐতিহাসিক মসজিদটি সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য ও প্রবীণ ব্যক্তি জহুরুল আলম বলেন, ধারণা করা হচ্ছে ছয়শ বছর পূর্বে এই মসজিদ তৈরি হয়েছিল। আমাদের পূর্বপুরুষরা বলতেন, এটি গায়েবি হিসেবে গড়ে উঠেছিল। এটি তিন দফা পুনঃনির্মাণ করা হয়।
তিনি আরও জানান, মসজিদটিতে কোনো মানত বা নিয়ত করলে তা পূরণ হয় বলে আশপাশের ইউনিয়নের মানুষের মধ্যে প্রচার আছে। বহু দূর থেকে এখানে লোকজন এসে নামাজ আদায় করেন।
২০১৪ সালে দানবীর দিদারুল আলম চৌধুরী নিজ উদ্যোগে পুরাতন মসজিদটি ভেঙে মালয়েশিয়ার একটি কারুকাজের সুদৃশ্য মসজিদের নকশার অনুকরণে এ মসজিদ পুনঃনির্মাণ করেন। একটি সুদৃশ্য মিনারসহ একতলা বিশিষ্ট মসজিদটিতে দুই হাজার মুসল্লি একত্রে নামাজ আদায়ে ধারণ ক্ষমতা রয়েছে।
মসজিদ পুনঃনির্মাতা দিদারুল আলম চৌধুরীর ভাই হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ মসজিদটি উত্তর চট্টগ্রামের ভ্রমণপিপাসু মানুষের কাছে পর্যটন স্পট এবং ধর্মভীরু মানুষের জন্য পবিত্র স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ এ মসজিদ দেখতে আসেন এবং মানত করে নামাজ আদায় করেন।
মন্তব্য করুন