হা ডু ডু, মুরগের লড়াই, কানামাছি ও যুবকদের বলিকুস্তিসহ বিভিন্ন গ্রামীণ খেলা নিয়ে ভিন্নধর্মী মেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন রায়পুর মর্নিং স্টার ক্লাব নামে একটি সংগঠন ১৮ তম বৈশাখী মেলার আয়োজন করে।
রোববার (১৪ এপ্রিল) দিনব্যাপী এ অনুষ্ঠান রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা ইউএনও মো. ইশতিয়াক ইমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাসেম, রায়পুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আমিন শরিফ, রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হোসেন চৌধুরী, আ.লীগের ক্রীড়া উপকমিটির সদস্য শিপংকর শীল ও চট্টগ্রামের লালদিঘি মেলার এক সময়ের শ্রেষ্ঠ বলি জুনু বলি।
মেলা পরিচালনা কমিটির সমন্বয়ক মাহফুজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম। খেলার উদ্বোধন করেন মেলা কমিটির সমন্বয়ক মাস্টার দ্বীপন কুমার শীল।
এ সময় উপস্থিত ছিলেন, মেলা কমিটির সদস্য আইয়ুব খান শুভ, এনামুল হক, মো. এরশাদ, শহীদুল ইসলাম সায়েম, মেজাবহ উদ্দিন রাশেদ, কাইয়ুম উদ্দিন, আক্কাস উদ্দিন, মো. রাশেল, মো শওকত, মো সোহেল, নাছির উদ্দিন, নঈম উদ্দিন, সাহাব উদ্দিন, আবুল কাশেম, আবদুল কুদ্দুস প্রমুখ।
মন্তব্য করুন