ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

হারানো ঐতিহ্য ফেরাতে ব্রাহ্মণপাড়ায় ঘুড়ি উৎসব

তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে ঘুড়ি উৎসবে আয়োজকরা। ছবি : কালবেলা
তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে ঘুড়ি উৎসবে আয়োজকরা। ছবি : কালবেলা

বাঙালির চিরচেনা ঐতিহ্যের অন্যতম একটি ঘুড়ি। সময়ের বিবর্তনে বাঙালির সংস্কৃতি থেকে দিন দিন হারাতে বসেছে। তাইতো সেই ঐতিহ্যকে বাঙালির মানসে ফেরাতে ও নতুন প্রজন্মের কাছে বাঙালির এ ঐতিহ্য তুলে ধরতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেলে বৈশাখের প্রথম দিনে উপজেলার শিদলাই ইউনিয়নের পশ্চিম বেড়াখোলা এলাকার ‘তারুণ্যের আলো’ সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয়।

এতে দুলালপুর সুরুজ মিয়া অ্যান্ড খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম সুজন। প্রধান মেহমান ছিলেন ইউএনও স ম আজহারুল ইসলাম।

জানা গেছে, 'চলো গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের সমন্বয়ে গঠিত একটি সামাজিক সংগঠন 'তারুণ্যের আলো' এ ঘুড়ি উৎসবের আয়োজন করে। উপজেলার শিদলাই ইউনিয়নের পশ্চিম বেড়াখোলা এলাকায় এই ঘুড়ি উৎসব উপভোগ করতে ভিড় করে নানা শ্রেণিপেশার মানুষ।

এ সময় শতাধিক প্রতিযোগী বিভিন্ন নামে ও আকার আকৃতির বাহারি ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠেন। এ সময় অংশগ্রহণকারী প্রতিযোগীদের নানা ধরনের চমকপ্রদ ঘুড়ি প্রদর্শনের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রদর্শিত ঘুড়ির মধ্যে ছিল পঙ্খিরাজ ঘুড়ি, উড়োজাহাজ ঘুড়ি, রিকশা ঘুড়ি, তারা ঘুড়ি, ড্রাগন ঘুড়ি, অজগর ঘুড়ি, প্রজাপতি ঘুড়ি, ঈগল ঘুড়ি, মাছ ঘুড়িসহ নানা ধরনের বাহারি আকৃতির ঘুড়ি।

ইউএনও স ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, তরুণ প্রজন্মের কাছ থেকে এ ধরনের উদ্যোগ সত্যিই আশাব্যঞ্জক। নানা ধরনের ঘুড়ির প্রদর্শনীতে ঘুড়ি উৎসব ঘুড়িপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আশা করছি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হবে।

তিনি আরও বলেন, সামনের বছর থেকে উপজেলা প্রশাসনও এ ধরনের উৎসবের আয়োজন করবে। এ ধরণের আয়োজনের মধ্যদিয়েই সত্যিকারের পহেলা বৈশাখের স্বাদ ও আনন্দ খুঁজে পাওয়া যায়।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম সুজন কালবেলাকে বলেন, ঘুড়ি বাঙালি ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন। স্থানীয় তরুণের সংগঠন 'তারুণ্যের আলো' এর আয়োজনে চমকপ্রদ ঘুড়ি উৎসবের আয়োজন সত্যি প্রশংসনীয়। আধুনিক তরুণ প্রজন্মের কাছ থেকে এ ধরনের আয়োজনে সত্যি অভিভূত হয়েছি। তরুণদের হাত ধরেই বাঙালি সংস্কৃতির হারাতে বসা অনেক ঐতিহ্য স্ব-অবস্থানে ফিরে আসবে বাঙালি সংস্কৃতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

১০

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১১

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১২

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৩

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৪

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৫

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৬

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১৭

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৮

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১৯

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

২০
X