সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

দাম নেই টমেটোর, কৃষকের মাথায় হাত

ক্ষেতের পাশেই নষ্ট হয়ে যাওয়া টমেটো নিয়ে কৃষক। ছবি : কালবেলা
ক্ষেতের পাশেই নষ্ট হয়ে যাওয়া টমেটো নিয়ে কৃষক। ছবি : কালবেলা

গাছে গাছে ঝুলছে পাকা টমেটো। টমেটোর ভারে নুয়ে পড়েছে গাছ। কিন্তু সেই টমেটো তুলতে আগ্রহ করছেন না কৃষক। যার কারণে ক্ষেতে নষ্ট হচ্ছে টমেটো। শুধু টমেটো নয়, অন্যান্য সবজিও চাহিদানুপাতিক দাম না পাওয়াতে বিভিন্ন ধরনের সবজি ক্ষেতের মধ্যে পচন ধরেছে।

এমনই চিত্রের দেখা মিলল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায়। যার কারণে দিশাহারা হয়ে পড়েছেন অজস্র কৃষক।

স্থানীয় কৃষকরা বলছেন, দরপতনের কারণে তারা টমেটো তুলতে আগ্রহ হারিয়েছেন। এক মণ টমেটো বিক্রি করে যে টাকা পাওয়া যাচ্ছে, তার চেয়ে বেশি খরচ হচ্ছে বাজারজাতকরণে। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের।

কৃষকদের দাবি, সীতাকুণ্ড উপজেলায় ১২ মাস বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। আর এই উৎপাদিত সবজি সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। দেশের সবজি চাহিদা মেটাতে অবদান রাখছেন সীতাকুণ্ডের কৃষকরা।

কৃষি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, টমেটোসহ বিভিন্ন সবজি প্রক্রিয়াকরণের ব্যবস্থা বা সংরক্ষণাগার থাকলে এই ক্ষতি এড়ানো যেত।

সরেজমিনে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, মাঠের পর মাঠ শুধু সবজি ক্ষেত। যেখানে রয়েছে, টমেটো, বরবটি, করলা, লাউ, ঢেঁড়স ইত্যাদি। জমিতে ফলন ভালো হলেও দাম না পেয়ে হতাশায় কৃষকরা।

প্রতি বছর সীতাকুণ্ড উপজেলার মধ্যে, বারৈয়ারঢালা, সৈয়দপুর, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সবজি আবাদ হয়ে থাকে। উপজেলা কৃষি দপ্তরের তদারকি, রোগবালাইয়ের আক্রমণ কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবারও হয়েছে বাম্পার ফলন হয়েছে বিভিন্ন সবজির। তার মধ্যে সবচেয়ে বেশি ফলন হয়েছে টমেটো।

সৈয়দপুর ইউনিয়নের কৃষক নুরুল আবছার বলেন, আমি প্রায় একশত পঞ্চাশ শতক জমিতে টমেটো চাষ করেছি। ধার করে এই চাষ করতে প্রায় আড়াই থেতে তিন লাখ টাকা খরচ হয়েছে। ক্ষেতের মধ্যে ফলনও হয়েছে ভালো। কিন্তু টমেটো বিক্রি করে যে টাকা পাচ্ছি তার চেয়ে বেশি খরচ হচ্ছে বাজারজাতকরণে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৮-১০ টাকা করে।

শহিদুল ইসলাম নামের আরেক কৃষক বলেন, একশ শতকের মতো জমিতে টমেটোর চাষ করেছি। তাতে প্রায় খরচ হয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। তিন মণ টমেটো বাজারে নিয়ে গেলে বিক্রি হয় বার থেকে তেরশ টাকা। আর বাজারজাতকরণে খরচ হয় আরও বেশি। এছাড়াও অন্যান্য সবজির দামও অনেক কম।

সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্ল্যাহ বলেন, তীব্র গরমের কারণে টমেটো দ্রুত পেকে যায়। এ অঞ্চলে যদি টমেটো প্রক্রিয়াকরণের কোনো ব্যবস্থা থাকত বা সংরক্ষণের জন্য হিমাগার থাকত, তাহলে এসব টমেটো নষ্ট হতো না। ভবিষ্যতে এ ধরনের ফসল চাষে আরও আগ্রহী হতেন চাষিরা। টমেটোর পাশাপাশি অন্যান্য সবজির দাম চাহিদানুযায়ী না পাওয়ায় কৃষকরা হতাশায় ভুগছেন।

তিনি আরও বলেন, লাভজনক হওয়ায় অনেক কৃষক সবজি চাষে ঝুঁকেছেন। কিন্তু এবার ভালো দাম না পাওয়া ও উৎপাদন খরচ না ওঠায় বিপাকে পড়েছেন তারা। দাম খুব কম হওয়ায় ক্ষেত থেকে সবজি তুলছেন না কৃষকরা। এ জন্য ক্ষেতেই পচে নষ্ট হচ্ছে বহু কষ্ট ও অর্থব্যয়ে আবাদ করা বিভিন্ন সবজি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে নাক ডাকা বন্ধ করার ৭ সহজ উপায়

৩০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর

চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল

জ্ঞান ফিরেছে নুরের

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

টাক মাথায় চুল গজাবে পেয়ারা পাতায়

জনগণের কল্যাণই তারেক রহমানের মূল লক্ষ্য : মিল্টন ভুইয়া

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

১০

ডিএমডি পদে আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

৩০ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৩

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিজেই জমা হবে অনলাইনে, কতটা ভালো?

১৫

ভিডিও তৈরির যে অ্যাপ সবার জন্য উন্মুক্ত করল গুগল

১৬

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

১৭

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

১৮

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

১৯

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

২০
X