কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বন্যাকবলিত এলাকায় প্রচেষ্টা ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ 

বন্যাকবলিত এলাকায় আর্থিক সহায়তাসহ বন্যাদুর্গতদের বিভিন্নভাবে সাহায্য করছে প্রচেষ্টা ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত
বন্যাকবলিত এলাকায় আর্থিক সহায়তাসহ বন্যাদুর্গতদের বিভিন্নভাবে সাহায্য করছে প্রচেষ্টা ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত

ঝড়, বন্যা, মহামারি কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ- দেশের যে কোনো প্রান্তে মানবিক পরিস্থিতির বিপর্যয় যেখানেই ঘটেছে, সেখানেই ছুটে চলে গিয়েছে প্রচেষ্টা ফাউন্ডেশন। এবার দেশের বিভিন্ন এলাকায় ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যার পর বরাবরের মতোই ঝাঁপিয়ে পড়েছেন এ সংগঠনের সদস্যরা।

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকেই আটকে পড়াদের উদ্ধার, ত্রাণ সহায়তা, পুনর্বাসন ও চিকিৎসাসেবা দিয়ে আসছে প্রচেষ্টা ফাউন্ডেশন। গত ২১ আগস্ট থেকে টানা ১৫ দিন ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়াসহ ফেনী সদরের বিভিন্ন জায়গায় এই কার্যক্রম চালানো হয়।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, বন্যা পরিস্থিতি অবনতির পর মানুষজন যখন ঘরবন্দি জীবন নিয়ে শঙ্কায়, তখন ফেনীর দুর্গম এলাকাগুলোর ২ হাজারেরও বেশি মানুষকে স্পিডবোট দিয়ে উদ্ধার করে প্রচেষ্টার স্বেচ্ছাসেবকরা। এ ছাড়া বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইনসহ রান্না করা ও শুকনো খাবার পৌঁছে দেয় বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে। শুধু ফেনীই নয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে এখন পর্যন্ত ৪০ হাজার মানুষের কাছে রান্না করা খাবার, ১২ হাজার পরিবারের কাছে শুকনো খাবার ও ৮ হাজার পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয় এই সংগঠনটি। এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়াতে ৮টা পরিবারকে পুনর্বাসন প্রক্রিয়া হিসেবে ৪০ হাজার টাকা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আরও জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর ওইসব এলাকায় পানিবাহিত নানান রোগের উপদ্রব শুরু হয়েছে। নারী, শিশুসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বন্যাকবলিত এলাকায় কাজ শুরু করেছে প্রচেষ্টা ফাউন্ডেশন। ফেনীতে দিনব্যাপী চলছে মেডিকেল ক্যাম্পেইন। এ ছাড়া ইতোমধ্যে প্রায় ৪০০ নারী ও কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

প্রচেষ্টা ফাউন্ডেশনের সভাপতি এবং কো-ফাউন্ডার পাভেল বাবু বলেন, বন্যার পর প্রচেষ্টা থেকে আমরা যখন ফেনীতে যাই, তখন কারো কোনো প্রস্তুতি ছিল না। তখন সবারই দিশেহারা অবস্থা ছিল, কী থেকে কী করব কিছুই মূলত বুঝতে পারছিলাম না। এরপর ফেসবুকে ঘোষণা দেওয়ার পর বিভিন্ন মানুষ আমাদের কাছে ত্রাণ এবং টাকা পাঠানো শুরু করে। এরপর আমরা স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে পুরোদমে কাজ শুরু করি। প্রচেষ্টা ফাউন্ডেশন সবসময়ই দেশের যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে নিয়োজিত থাকার চেষ্টা করে। আর এই সবকিছু সম্ভব করেন কিছু মহৎ মানুষরা।

প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইকরাম উদ্দিন আবির বলেন, বন্যা পরিস্থিতির শুরু থেকেই কাজ করে যাচ্ছে প্রচেষ্টা। আগামীতেও আমরা এই কাজ চলমান রাখব। আমাদের সঙ্গে আরও যেসব সংগঠন যুক্ত হয়ে কাজ করছে তারাসহ আমাদের সব স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাতে চাই। তারা দিনরাত এক করে গেল ২ সপ্তাহ টানা কাজ করেছে। এখনো কাজ করে যাচ্ছে।

সংগঠনের প্রমোশনাল হেড ফাতিমা তাহ্সিন নিশাত জানান, ফেনীর পরিস্থিতি এবার এত বেশি খারাপ ছিল যে, উদ্ধারের জন্য স্বজনদের শতশত ফোন পাচ্ছিলাম আমরা। তবে এই সংকটে সবাই যেভাবে এগিয়ে এসেছে সেটা সত্যিই প্রশংসনীয়। পুরো কার্যক্রমে প্রচেষ্টার সাথে কাজ করেছে গিভ বাংলাদেশ, আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট, ইয়ুথনেট গ্লোবাল, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব, প্রয়াস, আমরাই আগামী, ইকো রেভ্যুলেশনের স্বেচ্ছাসেবকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X