বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১২:৫৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কাল থেকে ওয়ালটনের আয়োজনে ‘এটিএস এক্সপো’

এক্সপো উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এক্সপো উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক শিল্পমেলা ‘অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’। দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই এক্সপো আগামীকাল বৃহস্পতিবার শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৫০ হাজারের বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও টেস্টিং সলিউশনস নিয়ে এই এক্সপো অনুষ্ঠিত হবে।

বুধবার এক্সপো উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয় ওয়ালটনের পক্ষ থেকে। মেলা প্রাঙ্গণে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম মুর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এটিএস এক্সপো'র চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ডিএমডি ও এটিএস এক্সপো'র কো-চেয়ারম্যান মো. ইউসুফ আলী, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, ওয়ালটন এসির সিবিও তানভীর রহমান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও এটিএস এক্সপো'র সমন্বয়ক এ এফ এম নাসির উদ্দিন।

এ সময় গোলাম মুর্শেদ বলেন, এই এক্সপো’-তে আমরা বাংলাদেশের সক্ষমতা দেখাবে। ৫০ বছর পরে হলেও আমরা যে প্রস্তুত, সেটাই দেখা যাবে এখানে। বাংলাদেশ কী কী করছে এবং কী করতে পারে সেটাই দেখানো হবে। পাশাপাশি বাংলাদেশের একটা টেক জায়ান্ট প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন কী কী করছে এবং কী করতে পারে সেটাই বিজনেস কমিউনিটিতে দেখাবে ওয়ালটন।

ভবিষ্যত বাংলাদেশ দেখতে হলে এই এক্সপো তে আসতে হবে। আমাদের কারখানাগুলোতে আমরা কী করছি সেটা অনেক সময়েই বড় পরিসরে দেখানোর সুযোগ হয় না। সেটাকেই ছোট করে এই মেলায় দেখানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম মুর্শেদ আরও বলেন, ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের এই এক্সপো’-তে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাসহ মোট ২৮টি বিদেশি সংস্থাকে এই এক্সপো’-তে আমন্ত্রণ জানানো হয়। একটি আয়োজনকে আন্তর্জাতিক অঙ্গনের সাথে পরিচিত করতে যা যা করা দরকার সেটা আমরা করেছি। এক্সপো’র শেষ দিনে এ বিষয়ে একটি চমক রয়েছে।

এটিএস এক্সপো'র চেয়ারম্যান ওয়ালটনের ডিএমডি মো. হুমায়ুন কবীর বলেন, এই শিল্পমেলায় মোট ২১টি স্টলে পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস, ম্যাটেরিয়ালস, সার্ভিসেস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটিস প্রদর্শন করা হবে। প্রদর্শনীর পাশাপাশি এক্সপোতে আগামী শুক্রবার ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশীয় শিল্পের ভূমিকা' শীর্ষক এক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বৃহস্পতিবার এক্সপো’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। এ ছাড়াও তিন দিনব্যাপী আয়োজনের বিভিন্ন সময় দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এক্সপো’তে অংশ নেবেন। শনিবার বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এক্সপো শেষ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এটিএস এক্সপোতে টেস্টিং সলিউশন, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও প্রোডাক্ট- এই চারটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হবে। টেস্টিং সলিউশনস ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের টেস্টিং ফ্যাসিলিটিস প্রদর্শন করা হবে। যেমন : ক্যাবল ও ওয়্যার ল্যাব, নয়েজ টেস্টিং ল্যাব, এলইডি ল্যাব, নাসদাত-ইউটিএস, প্রেসিসং ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, ওয়ালটন সাইন্স রিসার্চ ল্যাব ও ওয়ালটন ম্যাটালারজিক্যাল এনালাইসিস ও রিসার্চ ল্যাব। সার্ভিসেস ক্যাটাগরিতে থাকবে কন্সট্র্যাকশন সার্ভিস, মোল্ড অ্যান্ড ডাই, পাওয়ার প্রেস, রেফ্রিজারেটর ও এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি)। প্রোডাক্ট ক্যাটাগরিতে প্রদর্শিত হবে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার, ফাসেনার পিসিবি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস, কেমিক্যাল, মাস্টারব্যাচেস মোল্ড অ্যান্ড ডাই, আইটি প্রোডাক্ট ইত্যাদি। ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস ও কম্পোনেন্টস ক্যাটাগরিতে দেশের বিভিন্ন ফরওয়ার্ড লিংকেজ শিল্প খাতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রধান কম্পোনেন্টসগুলো প্রদর্শন করা হবে। এগুলোর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর কম্পোনেন্টস, এয়ার কন্ডিশনার কম্পোনেন্টস, টেলিভিশন কম্পোনেন্টস, হোম অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, লিফট কম্পোনেন্টস, কাস্টিং কম্পোনেন্টস ইত্যাদি। এসব কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালস এ্যাক্সো, অটোমোবাইলস, সিমেন্ট, সিরামিকস, কেমিক্যাল, কসমেটিকস, ডিজিটাল, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, গ্লাস, হেডি-ভেহিক্যালস অ্যান্ড এয়ার কন্ডিশনিং, আইওটি, আইটি, লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস, গার্মেন্টস, পাইকারি ও ট্রেডিং বিজনেস ইত্যাদি যেগুলো শিল্পখাতে ব্যবহৃত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১০

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১১

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১২

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

১৩

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

১৪

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

১৫

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

১৬

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

১৭

ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিসিবি

১৮

সুখবর পেলেন মাসুদ

১৯

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

২০
X