ডাচ-বাংলা ব্যাংকের ২০২৫ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৫ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়।
শনি ও রোববার (২৫ ও ২৬ জানুয়ারি) রাজধানী ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মো. শিরিন সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে ব্যাংকের ২৪২টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ ও সিএফও এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং ক্লাস্টার প্রধানগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন তার বক্তব্যে ২০২৫ সালের ব্যাংকের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বিগত বছরের লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা-ব্যবস্থাপকগণ ও তাদের সহকর্মীদের অভিনন্দন জানান। যে সব শাখা-ব্যবস্থাপকগণ ২০২৪ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তারা ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক-ফাস্ট ট্র্যাক, এটিএম, রকেট, এজেন্ট ব্যাংকিং, পিওএস টার্মিনাল, কিউআর কোড এবং নেক্সাস পে নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের ব্যবসা বৃদ্ধি করতে আরও মনোযোগী হওয়ার জন্য তিনি শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান।
এ সময় সব শাখা ব্যবস্থাপকগণ তাদের সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং ২০২৫ সালের বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন