শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অদৃশ্যভাবে খুবই ভালো কাজ করছে কর্মসংস্থান ব্যাংক : গভর্নর 

বিদ্যুৎ ভবনে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন। ছবি : কালবেলা
বিদ্যুৎ ভবনে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন। ছবি : কালবেলা

দেশের আর্থিক অবস্থা বিবেচনায় কর্মসংস্থান ব্যাংকের মূলধন খুব বেশি না। এ জন্য তাদের কার্যক্রম খুব একটা চোখে পড়ে না। তবে ব্যাংকটি অদৃশ্যভাবে খুবই ভালো কাজ করছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, কর্মসংস্থান ব্যাংকের কর্মকাণ্ড এনজিওর কিছুটা মিল হয়েছে। কিন্তু এনজিওগুলো ঋণ বিতরণে ২০ শতাংশের মতো সুদ নিচ্ছে। সেখানে কর্মসংস্থান ব্যাংক নিচ্ছে মাত্র ৪ থেকে ৫ শতাংশ। এ জন্য ব্যাংক থেকে আরও বেশি সহায়তা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া কর্মসংস্থান ব্যাংক সব ধরনের সহযোগিতা করবে এমন প্রতিশ্রুতিও দেন তিনি।

আহসান এইচ মনসুর বলেন, এটা প্রশংসনীয় যে, কর্মসংস্থান ব্যাংকের ৩৬ শতাংশই নারী উদ্যোক্তা, যারা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছে। নারীরা যত বেশি আর্থিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, শ্রমশক্তিতে অংশগ্রহণ করবে, দেশও তত উন্নত হবে।

গভর্নর বলেন, ব্যাংক খাতে যে হারে খেলাপি ঋণ সে হিসেবে কর্মসংস্থান ব্যাংক খুবই ভালো অবস্থানে রয়েছে। দুই থেকে তিন শতাংশ খেলাপি ঋণ থাকতেই পারে। তবে এই ধারা অব্যাহত রাখতে হবে। এ ছাড়া কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তাদের আরও বেশি কর্মঠ ও ডিজিটালাইজড হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, নারীর ক্ষমতায়নে কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত বিশেষ ঋণ কর্মসূচি সঞ্চিতার শুভ উদ্বোধন একটি উল্লেখযোগ্য ঘটনা। এর মাধ্যমে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ফলে তাদের আর্থিক ভিত্তি মজবুত হবে এবং স্বাধীনতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।

ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, এ ব্যাংকের ঋণ আদায়ের হার ৯৫ শতাংশ এবং কোনো প্রভিশন ঘাটতি নেই, যা অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পারফরমেন্সের তুলনায় অত্যন্ত সন্তোষজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১০

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১১

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১২

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৩

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৪

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৫

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৬

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৭

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৮

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৯

বিরক্ত মেহজাবীন চৌধুরী

২০
X