কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এপেক্স নিয়ে এলো নতুন ঈদ কালেকশন

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ছবি : সংগৃহীত

জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফ্যাশন ঐতিহ্য, উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে আয়োজিত এ ফ্যাশন শো-তে এপেক্স তাদের ঈদ ২০২৫-এর নতুন কালেকশনও লঞ্চ করে। একইসঙ্গে এপেক্স ঈদের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইন নিয়ে আসে এ অনুষ্ঠানে।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির আয়োজিত এ ফ্যাশন শোর প্রধান পৃষ্ঠপোষক এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গত বছর প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এ বছরও দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা এবং ফ্যাশনপ্রেমীদের একই মঞ্চে নিয়ে এসেছে। দেশবরেণ্য নানা ব্র্যান্ড তাদের বিশেষ কালকেশন নিয়ে অংশগ্রহণ করে এ ফ্যাশন শোতে। এতে বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ডও অংশ নিয়েছে।

এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর রেড কার্পেট মিট অ্যান্ড গ্রিট পর্ব শুরু হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পরে ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয় মূল ফ্যাশন শো- যেখানে এপেক্সের পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এ জি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এ ফ্যাশন শো-তে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখেন।

এপেক্সের জন্য শো-স্টপার হিসেবে আসেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর মূল আকর্ষণই ছিল ঈদ-২০২৫ এ এপেক্সের নতুন কালেকশন লঞ্চ। ঈদকে সামনে রেখে প্রতি বছরই এপেক্স নতুন নতুন ডিজাইন বাজারে নিয়ে আসে। দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুনভাবে সাজানো এ বছরের কালেকশনের দেখা মেলে এ ফ্যাশন শোতে। এপেক্সের বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক-এর ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।

এপেক্সের জুতা যে কোনো ঋতুতে এবং অনুষ্ঠানে পরার উপযোগী, তা এ শোর মাধ্যমে তুলে ধরা হয়। তাদের নতুন কালেকশনে মেয়েদের জন্য যেমন রয়েছে রোজদিনের কমফোর্টেবল জুতা, সঙ্গেই আছে যে কোনো প্রোগ্রামে পরার মতো পার্টি জুতা। মেয়েদের জুতা কালেকশনের একটি বড় অংশজুড়ে আসছে বাহারি ডিজাইনের মিউল স্যান্ডেল।

ছেলেদের জুতার কালেকশনে বরাবরের মতোই রয়েছে বিভিন্ন স্টাইলের চামড়ার জুতা। ছেলেদের জন্য চামড়ার স্যান্ডেলে অভিনব ডিজাইন এনেছে এপেক্স। সঙ্গে নজরকাড়া ফর্মাল জুতা তো আছেই। এবারের ঈদে এপেক্সের ম্যাভেরিক ব্র্যান্ড পোশাকের নতুন লাইন নিয়ে এসেছে। এখানে থাকছে ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ অন্যান্য কাপড়ের কালেকশন।

ফ্যাশন শোর পাশাপাশি এ অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। সম্পূর্ণ ফ্যাশন শোটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি।

এপেক্স এ আয়োজনের প্রধান স্পন্সর। কো-হোস্ট হিসেবে আছে ডেইলি স্টার। এছাড়াও অন্যান্য সহযোগীদের মধ্যে লিগ্যাসি পার্টনার বার্জার, কো-পার্টনার মিতসুবিশি এবং সহযোগী পার্টনার হিসেবে আছে লেসার ট্রিট। অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে জেনিথ স্ট্র্যাটেজিস ও মেকআপ পার্টনার হিসেবে রয়েছে অরা বিউটি লাউঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে দল পেলেন না অজি অধিনায়ক

ভুলেও সয়াবিন খাবেন না যে ৫ ধরনের ব্যক্তি 

গাজা নিয়ে ‘ভয়ংকর অভিযোগ’, অ্যামনেস্টির সতর্কবার্তা

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশ ১ ডিসেম্বর

নির্বাচিত হলে সমৃদ্ধ হবে দাগনভূঞা ও সোনাগাজী : আব্দুল আউয়াল মিন্টু 

নির্বাচিত হলে খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করব : কাজী আলাউদ্দিন

বিএনপি থেকে ‘সুখবর’ পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে : প্রেস সচিব

ধবলধোলাই হওয়ার পরও কোনো পদক্ষেপ নিবে না বিসিসিআই

যুবদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১০

লিভারের জন্য বিপজ্জনক যে ৫ খাবার

১১

কপোতাক্ষের পাড় কেটে মাটি উত্তোলন, ৪ জনের কারাদণ্ড 

১২

নতুন কুঁড়ির সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থানে স্বাধিকা

১৩

টানা ৩০ দিন প্রতি রাতে গুড় ভেজানো পানি খেলে কী হয়?

১৪

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন : আসিফ মাহমুদ

১৫

রুশ যুদ্ধবিমানকে ধাওয়া করছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র, ভিডিও ভাইরাল

১৬

কুবি সাংবাদিক সমিতির সভাপতি কালবেলার আবু শামা

১৭

ভারতে নতুন আতঙ্ক, বাঁচতে অদ্ভুত কাণ্ড

১৮

নির্বাচনের আগে হাজার হাজার মানুষকে ক্ষমা জান্তার

১৯

ট্র্যাভিস জীবনের সবচেয়ে বড় চমক : টেইলর সুইফট

২০
X