কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪ পেলেন ৪ নারী

‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪’ পেলেন ৪ নারী। ছবি : সংগৃহীত
‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪’ পেলেন ৪ নারী। ছবি : সংগৃহীত

নারীর ক্ষমতায়নই উন্নয়নের চালিকাশক্তি! অধিকার, সমতা ও ক্ষমতায়নের পথ ধরে সমাজে দৃষ্টান্ত স্থাপনকারী চার নারীর অসামান্য অর্জনকে সম্মান জানাতে এবারও আয়োজিত হলো ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪’।

গত ১৯ বছর ধরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর জনপ্রিয় ব্র্যান্ড ‘রাঁধুনী’ সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীদের স্বীকৃতি জানিয়ে আসছে। এ বছরও সমাজকল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখা চার কীর্তিমতী নারীর হাতে তুলে দেওয়া হলো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরাটন ঢাকা-র বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। ‘রাঁধুনী’র আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো মনোনয়ন ও অভিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ীরা।

দেশজুড়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী দিবসের প্রতিপাদ্য- ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক ভাবনার প্রতিফলন ছিল রাঁধুনী কীর্তিমতী সম্মাননার এবারের আয়োজনে। যার সূচনা হয় পূজা সেনগুপ্ত ও তার দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। ২০২৫ সালে বছরব্যাপী স্কয়ার গ্রুপের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালিত হচ্ছে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রবাদপ্রতিম শিল্পব্যক্তিত্ব প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর শততম জন্মবার্ষিকী। তাই রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪ আয়োজনের প্রথমভাগে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কিংবদন্তী এই শিল্পব্যক্তিত্ব ও তার অনুকরণীয় আদর্শকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এরপর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত না করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অধিকার ও ক্ষমতায়নের মাধ্যমে নারীরা যখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, তখনই সমাজ এগিয়ে যায়।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, এখন টিভি’র সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, ইনোভেশন ফর ওয়েল বিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন মিস মনিরা রহমান, জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফ উইমেন’স উইং হাবিবুল বাশার সুমন এবং বরেণ্য চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের পুরস্কার প্রদান পর্বে জলবায়ু, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং নানা সেক্টরের দুর্নীতি বিষয়ে সোচ্চার সাংবাদিক শারমিন রিমা পেয়েছেন কীর্তিমতী সাংবাদিক ২০২৪ সম্মাননা। পরিচয়-সংকটে থাকা একঝাঁক শিশুকে শিক্ষা ও জীবনবোধের আলোয় স্বনির্ভর করে তুলতে নিরলস কাজ করে যাওয়া হাজেরা বেগম পেয়েছেন কীর্তিমতী হিতৈষী ২০২৪ সম্মাননা। কীর্তিমতী উদ্যোক্তা ২০২৪ হয়েছেন কক্সবাজারের ‘সবুজ উদ্যোক্তা’ জাহানারা ইসলাম, যিনি পার্বত্য অঞ্চলে বনায়ন ও নার্সারি সম্পর্কিত নানা কার্যক্রমের মাধ্যমে দুই লাখেরও বেশি মানুষের জীবন বদলে দিয়েছেন। এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদকজয়ী, কারাতে ২য় ড্যান অর্জনের বিরল কৃতিত্বের অধিকারী ক্রীড়াবিদ ও কারাতে প্রশিক্ষক নাইমা খাতুন পেয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২৪ সম্মাননা।

বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও চেক তুলে দেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ। এবারের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশ গুপ্ত, গুটিপা-র ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা মিজি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন, এবং প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার পরিচালক সাবিলা ইনুন।

পুরস্কার বিতরণ শেষে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির রহমান। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটি ধারণকৃত অংশ ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ঠেকাতে ঘণ্টাব্যাপী লাঠিচার্জ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান

এনআইডিতে বাবার বয়স ৫৮, ছেলের ১০৭ 

আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস কনফারেন্স সম্পন্ন 

মেগাস্টার শাকিব, অন্য সবাই চিত্রনায়ক কেন : জাহিদ হাসান

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ সমর্থন ১৪ জুলাই

সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই : আখতার

‘কনজুমার খাত ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে’

চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান

১০

জুলাইকে উপজীব্য করে একাডেমিক প্রকল্পের উদ্যোগ নিয়েছি : ঢাবি ভিসি 

১১

ফিলিস্তিনের জন্য শোক বই, জমা পড়েছে ৮০০০ লেখা 

১২

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫

১৩

জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য 

১৪

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’

১৫

‘বজরঙ্গী ভাইজান’ সিনেমায় কত টাকা পেয়েছিলেন মুন্নি

১৬

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার উল্লাস পাল

১৭

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বড় ১০ খবর

১৮

ঢাবিতে গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা 

১৯

২০২৬ বিশ্বকাপে সূর্যই প্রতিপক্ষ? সময় পরিবর্তনের আহ্বান ফিফপ্রোর

২০
X