পশ্চিমাঞ্চলের সব ধরনের বিদ্যুৎ বিল সংগ্রহ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে ৩ বছরের জন্য একটি চুক্তি হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি হয়।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আর্থিক বিভাগের মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত -এর মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম (ফাইন্যান্স) মো. আব্দুল খালেক, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার (কমার্শিয়াল) শাহীন আক্তার পারভিন, নির্বাহী প্রকৌশলী এবং কোম্পানি সচিব রুহুল আমিন, ম্যানেজার (অ্যাকাউন্টস) মোহাম্মদ আফসার হাসান, ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) মো. মোক্তার হাসান, সহকারী ব্যবস্থাপক (হিসাব) সজল কুমার রায়, সহকারী ব্যবস্থাপক (হিসাব) রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী (কমার্শিয়াল) হেদায়েত ইসলাম, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, কমিউনিটি ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক মো. রোকনুজ্জামানসহ অন্যরা।
চুক্তি অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য আবারও পশ্চিমাঞ্চলের প্রিপেইড ও পোস্ট পেইডের বিদ্যুত বিল সংগ্রহ করার দায়িত্ব পেলো কমিউনিটি ব্যাংক।
মন্তব্য করুন