কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে গ্লো অ্যান্ড লাভলীর ‘রোদBLOCK উৎসব’

কক্সবাজারে রোদ ব্লক উৎসব। ছবি : সংগৃহীত
কক্সবাজারে রোদ ব্লক উৎসব। ছবি : সংগৃহীত

মানুষ এখন রোদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়েছে। একসময় মানুষ রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করত, কিন্তু এখন ত্বকের সুরক্ষা নিয়ে সবাই আগ্রহী। অতিবেগুনী রশ্মি বা ইউভি রে-এর কারণে ত্বকে ডার্ক স্পট, মলিনতা, বয়সের ছাপ, হাইপারপিগমেন্টেশন, এমনকি ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। এই ভয়াবহ ক্ষতির কথা মাথায় রেখে সচেতনতা বাড়ছে, সেই সাথে বাড়ছে ত্বকের সুরক্ষায় আগ্রহ।

৮ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হলো এক নতুন ধরনের উৎসব, ‘রোদBLOCK উৎসব’। রোদ ব্লক করার অভিনব কৌশল নিয়ে গ্লো অ্যান্ড লাভলী’র ব্রাইট UV DUO সানস্ক্রিন বাজারে আসা উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশ নিয়েছেন সারা বাংলাদেশ থেকে আসা ৫০ জনেরও বেশি ইনফ্লুয়েন্সার।

অনুষ্ঠানে অংশ নেওয়া ইনফ্লুয়েন্সাররা জানান, বাংলাদেশে রোদের তীব্রতা অনেক বেশি, তাই সানস্ক্রিন বা ত্বকের সুরক্ষা দেওয়ার পণ্যের চাহিদা সবসময় থাকে। তবে এতদিন দেশে ভালো মানের সানস্ক্রিন পাওয়া যেত না। গ্লো অ্যান্ড লাভলী’র ব্রাইট UV DUO সানস্ক্রিন বাজারে আসায় সবার মাঝে ইতিবাচক সাড়া ফেলবে।

আরেক ইনফ্লুয়েন্সার বলেন, বাংলাদেশে সানস্ক্রিন ব্যবহার করলেও বেশিরভাগ মানুষ বিদেশী কোম্পানির দামি পণ্য কেনেন, যা অনেকের ক্রয়ক্ষমতার বাইরে, তা ছাড়াও নামি-বেনামী নকল পণ্য কিনেও অনেকে প্রতারিত হন। তাই গ্লো অ্যান্ড লাভলী’র মতো বিশ্বস্ত ব্র্যান্ডের সানস্ক্রিন বাজারে আসার ফলে অনেকেই উপকৃত হবেন। ৫০ জনেরও বেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অংশগ্রহণ করায় উৎসবটি নিয়ে স্থানীয়দের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও আগ্রহ ছিল তুঙ্গে।

সানস্ক্রিনটির ব্যাপারে কথা বলার সময় বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার জানান গ্লো অ্যান্ড লাভলীর ব্রাইট UV DUO সানস্ক্রিন এর বেশ কিছু দিক তাদের নজর কেড়েছে, যেমন এই সানস্ক্রিন ব্যবহারে ত্বকে হোয়াইট কাস্ট বা সাদাটে ছোপ পড়েনা, এটি একেবারেই ননস্টিকি, এবং খুবই হালকা। পাশাপাশি এসপিএফ থার্টি এবং এসপিএফ ফিফটি- দুটি ভ্যারিয়েন্টে সানস্ক্রিনটি পাওয়া যায় ফলে সবাই নিজের চাহিদা অনুযায়ী সঠিক ভ্যারিয়েন্ট বেছে নিতে পারবেন।

অনুষ্ঠানের মূল পর্বে ছিল নানা ধরনের গেম শো, নেইল আর্ট, নিজের এস পি এফ জানার বুথ, ফ্যান আর্টের সুযোগসহ আরও অনেক আকর্ষণ। তাছাড়া, সানস্ক্রিন এবং ত্বকের যত্ন নিয়ে তথ্যপূর্ণ পরিবেশনা ছিল। নোও ইউর এস পি এফ বুথে অংশগ্রহণকারীরা সানস্ক্রিন লাগানোর পর তা ইউভি-রে ব্যবহার করে কিভাবে সমানভাবে ত্বকে লাগানো হয়েছে, তা দেখে অবাক হন। সবগুলো গেম শো সাজানো হয়েছিল ইউভি রশ্মির প্রভাব, ত্বকের যত্ন এবং সানস্ক্রিন ব্যবহারের নিয়মকে কেন্দ্র করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইনফ্লুয়েন্সাররা পুরো অভিজ্ঞতাটা বেশ উপভোগ করেছেন। সানস্ক্রিনের সঠিক নির্বাচন, ব্যবহার এবং ত্বক সুরক্ষিত রাখার গুরুত্বপূর্ণ তথ্য শিখে তারা অনেক উৎসাহিত হয়েছেন। গেম শো, ইউভি-রে পরীক্ষা এবং সানস্ক্রিন ব্যবহারের নিয়ম সম্পর্কে জানার পর, তাদের সানস্ক্রিনের সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা বেড়েছে। পাশাপাশি সেই জ্ঞান ও অভিজ্ঞতা এখন তারা তাদের ফলোয়ারদের সঙ্গে শেয়ার করারও ইচ্ছে প্রকাশ করেছেন, যাতে করে ত্বক সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার নিয়ে সবার মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু নিয়ে শিবির সেক্রেটারির হুঁশিয়ারি

বাল্যবিয়ে ও মাদককে শিক্ষার্থীদের লাল কার্ড 

জাকসু ভোট নিয়ে শিক্ষকের ‘ধন্ধে পড়া’ স্ট্যাটাস

সিলেটে বালু উত্তোলনের দায়ে ৮ জনের কারাদণ্ড

জাপান যাচ্ছেন এনসিপির ৩ নেতা

একযোগে ইসির আরও ৬১ কর্মকর্তা বদলি

জাকসুর ফলাফল ঘোষণা নিয়ে এল নতুন সিদ্ধান্ত

হংকংয়ের বিপক্ষে শুরুতেই সাফল্য বাংলাদেশের

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ২ তরুণ নিহত

৬ দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা

১০

অপহরণ লিবিয়ায়, মুক্তিপণের টাকা লেনদেন বাংলাদেশে

১১

প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

১২

কৃষি শিক্ষা ও গবেষণায় আরও বেশি জোর দেওয়া প্রয়োজন

১৩

সাবেক এমপি দিদার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৪

আইফোন ১৭-এর দাম যত থেকে শুরু

১৫

জাকসুতে কত শতাংশ ভোট পড়েছে, জানাল কমিশন

১৬

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের স্পষ্ট বার্তা

১৭

‘চাকসুতে অংশ নেবে কিনা ভেবে দেখছে ছাত্রদল’

১৮

৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১৯

চাকসু নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা বয়কট করল ছাত্রদল

২০
X