

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের লক্ষ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
ঘোষিত প্যানেল অনুযায়ী, ছাত্রদল থেকে ভিপি পদে মোস্তাকিম বিল্লাহ, জিএস পদে মারফ বিল্লাহ ও এজিএস পদে জহিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্রীড়া সম্পাদক পদে শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক পদে জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক পদে রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক পদে মাহমুদা রিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মুনতাসির মামুন শুভ।
আর তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে তারেক রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক পদে নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক পদে সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ। সদস্য হিসেবে রয়েছেন হৃদয় মিয়া, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইন।
মন্তব্য করুন