

ভারতের পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কাবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে গুলি করে খুন করা হয়েছে। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসেই গুলি চালায় দুষ্কৃতকারীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রানা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
সোমবার (১৫ ডিসেম্বর) মোহালিতে একটি টুর্নামেন্ট চলছিল। সেখানে মোটরসাইকেলে করে আসেন হত্যাকারীরা। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসেই রানাকে লক্ষ্য করে গুলি চালায়। এরই মধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বামবিহা গ্যাং।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রানার মুখে এবং শরীরের উপরে অংশে চার থেকে পাঁচটি গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে মোহালির ফর্টিজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে কবাডি খেলোয়াড়ের।
মোহালি পুলিশ জানিয়েছে, বাইকে চেপে দুই থেকে তিনজন এসেছিল। এখনো স্পষ্ট নয়, কেন খুন করা হলো কাবাডি খেলোয়াড়কে। তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য করুন