

হিমালয় থেকে উড়তে উড়তে সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে এসে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়া বিরল প্রজাতির হিমালয়ান শকুনকে উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের সদস্যরা। সোমবার (১৫ ডিসেম্বর) উদ্ধার করা শকুনটি সিরাজগঞ্জ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়া মহল্লার পাপ্পু সেখের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়।
পাপ্পু সেখ বলেন, কয়েকদিন আগে শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে গেলে চরাঞ্চলের যুবকরা সেটিকে আটকে রাখে। এরপর ওই যুবকদের কাছ থেকে পাখিটিকে তিনি নিজ বাড়িতে নিয়ে আসেন। তিন দিন প্রাথমিক চিকিৎসা শেষে মামুন বিশ্বাসকে খবর দেন। পরে মামুন বিশ্বাস গিয়ে হিমালয়ান শকুনটি উদ্ধার করে সিরাজগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, পাপ্পু নামের এক ব্যক্তি সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে। খবর পেয়ে সেটিকে আমাদের হেফাজতে নিয়ে চিকিৎসা শেষে বন বিভাগে হস্তান্তর করেছি।
মন্তব্য করুন