

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) স্পোর্টস ক্লাবের আয়োজনে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–১ । রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রয়েল মাল্টিস্পোর্টস এরেনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
টুর্নামেন্ট উদ্বোধন করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, দলগত নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এ ধরনের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের ভেতর সুস্থ প্রতিযোগিতা, সৌহার্দ এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। আমি বিশ্বাস করি, নিয়মিতভাবে খেলাধুলার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের পেশাগত জীবনে তাদের সাফল্যের পথকে সুদৃঢ় করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. মনিরুল হাসান মাসুম, মডারেটর মুহাম্মদ আবু নাজিমসহ বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসইউ স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আইএসইউ'র বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তারা।
আইএসইউ ফুটবল ফেস্টের এবারের আসরে বিভিন্ন ডিপার্টমেন্টের ৯টি দল অংশগ্রহণ করে। দলসমূহ হলো অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মার্চেন্ট ম্যাভেরিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ওয়ারিয়ার্স এবং টেকটিক্যাল টেক্স, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিবিএ প্রাইম ভেলর এবং ডিবিএ লেগেসি ইউনাইটেড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইবার স্ট্রাইকার্স এবং বাইনারি ব্লাস্টার্স, আইন বিভাগের লিগাল ঈগল, ইংরেজি বিভাগের ইংলিশ ইনভিন্সিবলস টিম।
মন্তব্য করুন