

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে সফল টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অপরিহার্য দক্ষতাসমূহের ওপর সেমিনার।
বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু বাংলাদেশ নয়, দিন দিন বিশ্বব্যাপী টেক্সটাইল সেক্টরের কর্মক্ষেত্র বৃহৎ আকারে বৃদ্ধি পাচ্ছে।’
এসময় পড়াশোনার পাশাপাশি নিজেদের পেশাগত সাফল্যের জন্য কারিগরি জ্ঞান অর্জন এবং বাস্তব প্রয়োগের ব্যাপারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন শুধু চাকরির জন্য নয়, বরং নেতৃত্ব ও উদ্যোক্তা মনোভাব গঠনের দিকেও মনোযোগ দেয়। একজন শিক্ষার্থী যদি অধ্যবসায়, বাস্তব দক্ষতা এবং পেশাগত সততা বজায় রাখে, তাহলে টেক্সটাইল ক্যারিয়ারে সাফল্য অর্জন করা খুব সহজ।
অধ্যাপক মো. আবুল কাসেম তার বক্তব্যে টেক্সটাইল খাতে ক্যারিয়ারের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিন দিন প্রসারিত হচ্ছে, যেখানে দক্ষ ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ।’
এ ছাড়া তিনি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং দ্রুত সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
হাবিবা আলতাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রাইয়ান খায়ের ফুয়াদ।
এ ছাড়া আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন জগলুল হক মৃধাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা যোগ দেন এ অনুষ্ঠানে।
মন্তব্য করুন