

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্তৃক আয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তা/কর্মকর্তা/সমমান কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেবি স্টাফ কলেজ মিলনায়তনে এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ এএইচএম মাহবুবুল বাসেত ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও উপব্যস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সামগ্রী ও রিডিং ম্যাটারিয়ালস বিতরণ করা হয়।
মন্তব্য করুন