কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সিআরপির রোগীদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসন করবে যমুনা গ্রুপ

যমুনা গ্রুপ ও সিআরপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি : সংগৃহীত
যমুনা গ্রুপ ও সিআরপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, জন্মগত শারীরিক প্রতিবন্ধী ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের চিকিৎসায় সহায়তা দেবে দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে সিআরপির চিকিৎসা শেষে রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে।

সোমবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে গ্রুপের প্রধান কার্যালয়ে চিকিৎসা সহায়তায় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ ও সিআরপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (এইচসিএম বিজনিস অপারেশন) মো. আফসার উদ্দিন, পরিচালক-মার্কেটিং লুকমান বিন আরিফ, জিএম-অ্যাকাউন্টস মো. সারোয়ার মজুমদার, জিএম-গ্রুপ সিএসআর মো. শহিদুল ইসলাম, হুরেইন ফেব্রিক্স সিএমও আবদুল হাকিম, সিআরপির ম্যানেজার মো. মাহেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতায় যমুনা গ্রুপের দ্বার সব সময় উন্মুক্ত। তাই দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, জন্মগত শারীরিক ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের সর্বোত্তম চিকিৎসা প্রদানে সিআরপির মাধ্যমে সহায়তা করা হবে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে সিআরপির চিকিৎসা শেষে রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে।

যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, বিভিন্ন সামাজিক কাজে যমুনা গ্রুপ সব সময় কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় যমুনা গ্রুপ সিআরপির সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে। সিআরপিতে চিকিৎসা নেওয়া মানুষদের আমরা বিভিন্নভাবে সহায়তা করব। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো- আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সিআরপির চিকিৎসা প্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত করা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, প্রথম অবস্থায় যমুনা গ্রুপ সিআরপির মাধ্যমে চিকিৎসা, থেরাপি, পুনর্বাসন, সহায়ক ডিভাইস এবং প্রযুক্তি, ইনকামিং জেনারেটিং কার্যক্রম ও শিক্ষা খাতে অসহায় ও অসমর্থ মানুষদের সহায়তা করবে। পাশাপাশি সিআরপির সঙ্গে যুক্ত থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহযোগিতা ও উন্নয়নে অংশীদার হিসাবে পাশে থাকবে যমুনা গ্রুপ।

প্রসঙ্গত, দেশের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এসব দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ কাজে-কর্মে অক্ষম হয়ে যাচ্ছে। সঠিক চিকিৎসা ও অর্থাভাবে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এসব ক্ষেত্রে অসহায় মানুষদের সুচিকিৎসা, স্বল্পমূল্যে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি প্রদানের মাধ্যমে সিআরপি বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা ও পুনর্বাসন করে যাচ্ছে। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মান্নাকে সিসিইউতে স্থানান্তর

শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা

জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

১০

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

১১

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

১২

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

১৩

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

১৪

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১৫

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১৬

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১৭

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৮

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

২০
X