জমকালো আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বাজারে এনজেলো-এইচজেডএসের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দিলেন কোম্পানির গ্লোবাল চেয়ারম্যান ড. লিও জিয়াকি।
শুক্রবার (৮ মার্চ) রাজধানীর একটি কনভেনশন হলে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ড. লিও জিয়াকি বলেন, ২০ বছরের ঐতিহ্যবাহী এই বহুজাতিক চীনা কোম্পানিটি ব্যবসাবান্ধব বাংলাদেশে ঠিক আমেরিকা, ইউরোপ, আফ্রিকার বাজারের মতই বিস্তার লাভ করবে। বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুপ্রতিম সম্পর্ক দিন দিন আরও সুমধুর হবে।
বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্টার জুর সভাপতিত্বে এবং কবি ও সাংবাদিক আ ফ ম মশিউর রহমান ও কোম্পানির এইচ আর ম্যানেজার ইসফাত খান ইতির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ওভারসিজ মার্কেটের প্রেসিডেন্ট মি. কিন, এডুকেশন ডিরেক্টর মি. ঝাং, ক্যালকুলেশন ডাইরেক্টর মি. লিউ, জিএম মি. স্টোন ও মি. ঝাও।
অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বাংলাদেশ মার্কেটের কো-ফাউন্ডার আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, খন্দকার মোহাম্মদ গোলাম নবী মোহন, মিজানুর রহমান ও তারেকুল ইসলাম খান। তারা প্রত্যেকেই গত বছরের সেলের ভিত্তিতে কার এচিভার এওয়ার্ড ও লাভ করেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন কোম্পানির এডভাইজার ও কার এচিভার হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ।
অনুষ্ঠানে ১১ জন ব্যক্তিকে কার এওয়ার্ড, ১১ জন ব্যক্তিকে চায়না ট্রিপ এওয়ার্ড ও শতাধিক ব্যক্তিকে র্যাংক ব্যাজ প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে কোম্পানির পাঁচ শতাধিক পরিবেশক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন