মা দিবস, মায়ের জন্য একটি দিন। এই দিনে নগদের টিম মেম্বারদের জন্য নগদের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুক দারুণ একটি কাজ করেছেন। নগদ পরিবারের সব টিম মেম্বারদের জন্য আজ আধাবেলা ছুটি ঘোষণা করেছেন।
তাই আজ রোববার (১২ মে) নগদের অফিস হবে আধা বেলা, যেন বাকিটা সময়ে তারা এই দিনটিকে নিজের মায়ের জন্য আরও স্পেশাল করে তুলতে পারেন।
নগদ গ্রাহকদের জন্যও রয়েছে মা দিবসের বিশেষ একটি সারপ্রাইজ অফার। মায়ের নাম্বারে নগদ থেকে ১০০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করে জিতে নিতে পারেন মায়ের সঙ্গে ফ্রি শপিং, লাঞ্চ, মুভি দেখা ও ডিনারের সুযোগ।
অফারটি চলবে ১৬ মে, ২০২৪ পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালে পাঁচজন (৫) গ্রাহক নির্বাচন করা হবে।
বিস্তারিত https://nagad.io/f6a7d4
মন্তব্য করুন