কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

সিটি ইউনিভার্সিটি ও রিলিফ ভ্যালিডেশন লিমিটেডের ই-স্বাক্ষরযুক্ত একাডেমিক সার্টিফিকেট চালু

ই-স্বাক্ষরযুক্ত একাডেমিক সার্টিফিকেট প্রদান। ছবি : সংগৃহীত
ই-স্বাক্ষরযুক্ত একাডেমিক সার্টিফিকেট প্রদান। ছবি : সংগৃহীত

দেশের বেসরকারি খাতের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সিটি ইউনিভার্সিটি রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল) এর সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য ই-স্বাক্ষর যুক্ত একাডেমিক সার্টিফিকেট চালু করে দেশের শিক্ষা ও প্রযুক্তি জগতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। রিলিফ ভ্যালিডেশন লিমিটেড (আরভিএল) বাংলাদেশের বিশিষ্ট সার্টিফায়িং অথোরিটি বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষের একটি।

ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে আয়োজিত ই-স্বাক্ষরযুক্ত সার্টিফিকেট বিতরণ সম্বলিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ ছাড়াও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান । তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম।

যুগের সঙ্গে তাল মিলিয়ে সিটি ইউনিভার্সিটি এবং আরভিএল শিক্ষার্থীদের ই-সার্টিফিকেট প্রদানের লক্ষে ডিজিটাল স্বাক্ষর প্রযুক্তি অন্তর্ভুক্ত করার জন্য একসঙ্গে কাজ করছে। আরভিএল থেকে সরবরাহ করা ই-সিগনেচার প্রযুক্তির বাস্তবায়নের মাধ্যমে সিটি ইউনিভার্সিটি প্রচলিত প্রক্রিয়াগুলিকে ডিজিটালাইজ করার দিকে নতুন মাইল ফলক স্থাপন করেছে।

কারণ, এখন শিক্ষার্থীরা অনলাইনে তাদের একাডেমিক সনদ ও প্রশংসাপত্রের জন্য আবেদন করার সহজ সুযোগ পাবে এবং মুহূর্তেই তা অর্জন করতে সক্ষম হবে ৷ যেহেতু প্রশংসাপত্রগুলি ডিজিটাল এবং স্বতন্ত্রভাবে স্বাক্ষরিত হবে, সেহেতু শিক্ষার্থীরা বর্তমান দীর্ঘ প্রক্রিয়ার বদলে ইলেকট্রনিকভাবে সহজে ও সংক্ষিপ্ত সময়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে তা পাঠাতে সক্ষম হবে।

এ উপলক্ষে প্রধান অতিথি ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, সিটি ইউনিভার্সিটি উচ্চশিক্ষাকে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের নাগালের মধ্যে নিয়ে এসেছে। তিনি শিক্ষার্থীদের কর্মজীবন থেকে বাস্তব শিক্ষা গ্রহণের উপদেশ দেন এবং কৃষি শিক্ষা চালুর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শিক্ষার্থীদের ভবিষ্যতে স্মার্ট সিটিজেন হতে হবে এবং স্মার্ট ইকোনোমিতে অবদান রাখতে হবে। আর এভাবেই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে উল্লেখ করেছেন বিশেষ অতিথি ও বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম।

সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ই-স্বাক্ষরযুক্ত স্মার্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হলো। যার ফলে দেশ বিদেশে সিটি ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সনদ যাচাই পূর্বের যে কোনো সময়ের চেয়েও সহজ হয়ে গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে তুলাধুনা করে বাংলাদেশের পাশে রমিজ রাজা

জকসু নির্বাচনে দুই ভিপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

বিচারকের কক্ষে ঘুষ দিতে গিয়ে পুলিশ আটক

জকসু নির্বাচন : কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ সারি 

নতুন প্রস্তাব ভারতের, ‘কঠিন’ সিদ্ধান্ত বিসিবির

আফ্রিদির বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করল ব্রিসবেন

সব অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

ভেনেজুয়েলার দায়িত্ব কে নেবেন? ট্রাম্প বললেন, ‘আমি’

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

১০

নিবন্ধনের সময় শেষ / পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৫ লাখের বেশি আবেদন

১১

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১২

ঢাকার ৭ এলাকায় আজ বায়ুদূষণ মারাত্মক, সুরক্ষায় কিছু পরামর্শ

১৩

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট : নাহিদ

১৪

ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের

১৫

নাক বন্ধ? আরাম পেতে সহজ কিছু পরামর্শ

১৬

লবণের পরিমাণ কম না বেশি, কোনটা ক্ষতিকর

১৭

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

১৮

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

১৯

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম. মোজিবুল হক

২০
X